Ajker Patrika

আধিপত্য বিস্তার নিয়ে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১০: ৪৮
আধিপত্য বিস্তার নিয়ে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ

ফেনীর দাগনভূঞায় দুই পক্ষে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাং সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দাগনভূঞা বাজারের ইসাক শপিং কমপ্লেক্সের উত্তর ও দক্ষিণ পাশে দফায় দফায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রমতে, বর্তমানে দাগনভূঞায় কিশোর গ্যাংয়ের চারটি গ্রুপ রয়েছে। এর মধ্যে দুটি গ্রুপের নাম রোমান সংখ্যায় আর দুটির ইংরেজি সংখ্যায়। বাজারের বিভিন্ন অলিগলিতে এসব নামে দেয়াল লিখন রয়েছে। এ ছাড়া রয়েছে ফেসবুক গ্রুপ। এই গ্রুপ থেকে আসে তাদের বিভিন্ন কার্যক্রমের নির্দেশনা।

অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয় ও দাগনভূঞা একাডেমির কিছু ছাত্র এসব কিশোর গ্যাংয়ের সদস্য। গত বৃহস্পতিবার বাজারে কয়েক দফা মারামারির পর মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মারামারির ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানিয়েছেন, বৃহস্পতিবার এক মেয়েকে কেন্দ্র করে দুই পক্ষের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে বাজারের ইসাক মার্কেটের ভেতরে থাকা কয়েকজন ক্রেতার সঙ্গে ধাক্কাধাক্কি। তাতে কয়েকজন সামান্য আহত হয়। এ নিয়ে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।

দাগনভূঞা বাজারের প্রবীণ ব্যবসায়ী মো. ইসমাইল জানান, যে সময়ে তারা বিদ্যালয়ের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই ছোট বয়সে এরা বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এ ধরনের কিশোর অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা উচিত।

মোহাম্মদ রানা নামের স্থানীয় এক বাসিন্দা জানান, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দাগনভূঞা এফটিসি সিটি সেন্টার এবং স্টক মার্কেটের সামনে এই কিশোরদের আড্ডা চলে। বৃহস্পতিবারের ঘটনা প্রমাণ করে, ভবিষ্যতে এরা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। তাদের এখনই দমন করা দরকার।

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থপ্রতিম দেব আজকের পত্রিকাকে জানান, এ এলাকায় সম্প্রতি কিছু কিশোরের তৎপরতা বেড়েছে। দাগনভূঞা থানা-পুলিশ সেই কিশোরদের খোঁজখবর নিচ্ছে। শিগগিরই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত