Ajker Patrika

ভেড়ামারায় গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯: ১৫
ভেড়ামারায় গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

কুষ্টিয়ার ভেড়ামারায় লিটন আলী নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার ভেড়ামারা থানায় এ মামলা হয়।

অভিযুক্ত মো. ফারদেসসহ ৯ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

নির্যাতনের শিকার লিটন আলীর ভগ্নিপতি উজ্জল হোসেন বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় গতকাল সোমবার সকালে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ওসি মজিবুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এর আগে গত রোববার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় লিটন আলী নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। ভুক্তভোগীর পরিবারের দাবি, নৌকা প্রতীকের চেয়ারম্যানপ্রার্থীর পক্ষে কাজ করায় জয়ী প্রার্থীর লোকজন তাঁকে এমনভাবে নির্যাতন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’

রেডিট পোস্টের জেরে মধ্যরাতে উত্তাল বুয়েট, ছাত্রকে বহিষ্কারের পর মামলা

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

ড্রাইভিং লাইসেন্সে বিআরটিএর নিয়ন্ত্রণ থাকছে না: উপদেষ্টা ফাওজুল কবির

সেনানিবাসের সাবজেলেই রাখা হবে ১৫ সেনা কর্মকর্তাকে: কারা মহাপরিদর্শক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ