Ajker Patrika

শ্রেষ্ঠ করদাতার সম্মাননা পেলেন নজরুল ইসলাম

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭: ৪৬
শ্রেষ্ঠ করদাতার সম্মাননা পেলেন নজরুল ইসলাম

শ্রেষ্ঠ করদাতার পুরস্কার ও সম্মাননা পেয়েছেন টাঙ্গাইলের নজরুল ইসলাম। গতকাল বুধবার গাজীপুর আহসানউল্লাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রেষ্ঠ করদাতার পুরস্কার দেওয়া হয়।

তিনি পেশায় একজন প্রথম শ্রেণির ঠিকাদার ও গ্রামীণ ফোনের অথরাইজড ডিস্ট্রিবিউটর। জাতীয় রাজস্ব বোর্ড গাজীপুর কর অঞ্চল আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

শ্রেষ্ঠ করদাতার পুরুষ্কার পাওয়া নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা ক্রেস্ট, কর কার্ড ও সনদ দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ সম্মাননা সনদ তুলে দেন।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড গাজীপুর কর অঞ্চলের কর্মকর্তা এবং বিভিন্ন এলাকার শ্রেষ্ঠ ও সর্বোচ্চ করদাতারা সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত