Ajker Patrika

এপার-ওপারের সংস্কৃতি জগৎ যাঁদের হারাল

বিনোদন ডেস্ক
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ২৩: ১৭
Thumbnail image

রাইমা ইসলাম শিমু: ১৭ জানুয়ারি এ অভিনেত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।

লতা মঙ্গেশকর: ২৭ দিনের লড়াই শেষে ৬ ফেব্রুয়ারি মারা যান ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী।

বাপ্পী লাহিড়ী: ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে ভারতের মুম্বাইয়ে মারা যান তিনি।

সন্ধ্যা মুখোপাধ্যায়: একই দিন আসে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর। ১৫ ফেব্রুয়ারি কলকাতায় মারা যান গীতশ্রী।

কাওসার আহমেদ চৌধুরী: ২২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন এই খ্যাতিমান গীতিকবি ও জ্যোতিষী।

আজিজুর রহমান: ১৪ মার্চ কানাডায় মারা যান ‘ছুটির ঘণ্টা’ সিনেমার এই নির্মাতা।

হাসান আরিফ: আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আরিফ প্রয়াত হন ১ এপ্রিল।

কে জি মোস্তফা: গীতিকার, কবি ও সাংবাদিক কে জি মোস্তফা মারা যান ৮ মে।

শর্মিলী আহমেদ: ৮ জুলাই শুক্রবার উত্তরার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেত্রী।

আলম খান: গীতিকার-সুরকার ও সংগীত পরিচালক আলম খান মারা যান ৮ জুলাই।

মাসুম আজিজ: ১৭ অক্টোবর চলে যান একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা।

গাজী মাজহারুল আনোয়ার: ৪ সেপ্টেম্বর চলচ্চিত্র পরিচালক, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার মারা যান।

গোলাম মোস্তফা খান: ১৩ নভেম্বর মারা যান বিশিষ্ট এই নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত