Ajker Patrika

হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ১৩: ৫৫
হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না

আর কোনো প্রতিবাদ নয়, হামলার বদলে হামলা করা হবে। যারাই আমাদের ওপর হামলা করবে তাদের বিরুদ্ধে পাল্টা হামলা, পাল্টা আঘাত করে প্রতিরোধ করতে হবে, কাউকে ছাড় দেওয়ার সময় নেই। যারা অ্যাডভোকেট ফজলে হালিম লিটনকে হত্যা প্রচেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে, তাদের রেহাই দেওয়ার সুযোগ নেই।

গত শনিবার বিকেলে খালিশপুর থানা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি ফজলে হালিম লিটনের ওপর নৃশংস হালাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে খুলনা মহানগর বিএনপির সাবেক নেতাদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা আরও বলেন, মাসে মাসে না, সপ্তাহে সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। সরকার ব্যবসায়ীদের কাছে জিম্মি। তাই ভবিষ্যতে দ্রব্যমূল্য আরও বাড়বে। মজুতদারদের বিরুদ্ধে লোক দেখানো অভিযান চালানো হচ্ছে। মানুষ খেতে পারছে না। অথচ সরকার টাকা খরচ করে এলইডি স্ক্রিন লাগিয়ে উন্নয়নের প্রচার চালাচ্ছে। সবকিছুতে ব্যর্থ হয়ে আন্দোলনের ভয়ে সরকার পরিকল্পিত ভাবে বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিচ্ছে।

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিন। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো ছিল। সীমাহীন দুর্নীতি তাদের কোথায় নিয়ে গেছে। বাংলাদেশের নাগরিকেরাও শ্রীলঙ্কার নাগরিকদের মতো পাল্টা আঘাত করতে পারে। এই সরকার জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকার দুর্নীতিবাজ আমলা, লুটেরা রাজনীতিবিদ, সামাজিক দস্যু, সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে, এই সরকারের পক্ষে জনগণের অধিকার সংরক্ষণ সম্ভব নয়। জনগণ আপনাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না।

আপনারা কোনোভাবেই জনবান্ধব সরকার নয়। সরকার পতনের আন্দোলনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির মধ্যে যখন সুদৃঢ় ঐক্য গড়ে উঠবে, তখনই পরাশক্তি বা ষড়যন্ত্রকারীরা দুর্বল হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত