Ajker Patrika

করোনাকেও ছাড়িয়ে যাবে শ্রীলঙ্কার সংকট

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৯: ৩৩
করোনাকেও ছাড়িয়ে যাবে শ্রীলঙ্কার সংকট

চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং জীবন রক্ষাকারী ওষুধ কেনার সামর্থ্য নেই কোনো হাসপাতালের। কোথাও কোথাও জরুরি অনেক চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। চেতনানাশক নেই; তাই করা যাচ্ছে না নিয়মিত অস্ত্রোপচার। এ অবস্থায় অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় করোনাভাইরাস মহামারির সময়ের চেয়েও বেশি মৃত্যু দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির চিকিৎসাকর্মীরা। সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, সংকট সমাধানে খুব তাড়াতাড়ি কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব না-ও হতে পারে বলে জানিয়েছে দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশন (এসএলএমএ)।

সপ্তাহব্যাপী দেখা নেই বিদ্যুতের। খাদ্য, জ্বালানি এবং ওষুধের তীব্র ঘাটতি। এসব সংকট শ্রীলঙ্কায় ব্যাপক দুর্দশা নিয়ে এসেছে। ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ মন্দার শিকার হচ্ছে দেশটি। প্রায় প্রতিদিন রাস্তায় দেখা যাচ্ছে সরকারবিরোধী বিক্ষোভ।

এরই মধ্যে চিকিৎসাসেবায় সংকটের তথ্য সামনে এল। লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষেকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করার জন্য কয়েক দিন আগে পাঠানো এসএলএমএর চিঠিতে বলা হয়, ‘কে চিকিৎসা পাবেন আর কে পাবেন না—সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এখন সবচেয়ে বড় সমস্যা। কিছুদিনের মধ্যে চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করা সম্ভব না হলে মহামারির চেয়ে ভয়াবহ সংকটে পড়তে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত