Ajker Patrika

জন্ম নিবন্ধন গলার কাঁটা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৩: ১১
জন্ম নিবন্ধন গলার কাঁটা

পিরোজপুরের কাউখালীতে জন্ম নিবন্ধন প্রক্রিয়া এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের ভুলের মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তাঁদের ভোগান্তি আর হয়রানি সেখানকার নিত্যদিনের চিত্র।

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, জমি রেজিস্ট্রি, বিবাহ নিবন্ধন, মৃত্যুর সনদ, পাসপোর্ট তৈরিসহ সব কাজের জন্য জন্ম নিবন্ধন সনদ দরকার। এক সময় অপ্রয়োজনীয় ভেবে অনেকেই জন্ম নিবন্ধন ঠিকভাবে করেননি। নিজেদের খেয়াল খুশি মতো নাম, বাবা-মায়ের নাম ঠিকানা মোবাইল নম্বর বা অন্যান্য তথ্য দিয়েছেন। এটি করা হয়েছে কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াই।

সময়ের পরিবর্তে বর্তমানে সরকার জন্ম নিবন্ধনের ওপর গুরুত্ব দিয়েছে। যার ফলে একসময়ের গুরুত্বহীন জন্ম নিবন্ধন সনদ এখন যেন সোনার হরিণে পরিণত হয়েছে।

প্রয়োজনের তাগিদে এখন সবাই ভুল সংশোধনের জন্য হন্যে হয়ে ঘুরছেন মেম্বার–চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দুয়ারে। সামান্য ভুলের জন্য এখন অনেকেই রয়েছেন চরম ভোগান্তিতে।

দিনের পর দিন মাসের-পর-মাস ঘুরেও সনদ সংশোধন পারছেন না তাঁরা।

উপজেলার আয়রন গ্রামের মো. রাহাত হোসাইন জানান, জন্ম নিবন্ধন অনলাইন করার সময় সঠিক যাচাই-বাছাই ছাড়াই অপারেটররা ভুল মোবাইল নম্বর, নামের বানান, বয়স, জাতীয়তা, লিঙ্গ, মা–বাবার নামসহ বিভিন্ন ভুল তথ্য লিপিবদ্ধ করেছে।

উপজেলার ৫টি ইউনিয়ন ঘুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে ছেলে-মেয়ের জন্ম নিবন্ধন করতে গিয়ে মা–বাবার জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র প্রয়োজন। দেখা গেছে একই নামে একাধিকবার জন্ম নিবন্ধন হওয়া, অনেক মা-বাবার সনদপত্র, পরিচয়পত্র, জন্ম নিবন্ধনে বিভিন্ন ভুল রয়েছে। যার ফলে ওই ভুল সংশোধন করার আগ পর্যন্ত সন্তানের জন্ম নিবন্ধন করতে পারছে না তাঁরা। আর মা-বাবার কাগজ সংশোধন করতে হলে জাতীয় পরিচয়পত্র, সনদপত্র, জন্ম নিবন্ধনসহ সবগুলোই সংশোধন করতে হবে। মা-বাবার কাগজ সঠিক হওয়া ছাড়া ছেলেমেয়েরা পাচ্ছে না জন্ম নিবন্ধন সনদ।

উপজেলার চিরাপাড়া ইউনিয়নের সালেকিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী মরিয়ম জানান তাঁর জন্ম নিবন্ধনের সময় ভুল হয়েছিল। সংশোধন করতে এসে বাবা-মার কাগজগুলোতে ভুল পাওয়া গেছে। যার ফলে এক মাস ধরে প্রতিদিনই ইউনিয়ন পরিষদ উপজেলা স্কুল সহ নানা জায়গায় সংশোধনের জন্য ধরনা দিয়েও কাজ হচ্ছে না।

চিরাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব সুমন সিকদার জানান অন্য সব কাজ রেখেও এখন সময় বেশি ব্যয় করতে হয় নিবন্ধনের জন্য। মানুষের উপচে পড়া ভিড় ভোগান্তির কথা চিন্তা করে বেশির ভাগ সময়ই অফিস টাইম ছাড়াও কাজ করতে হয়।

তিনি আরও জানান, মা-বাবার জন্ম নিবন্ধন বাংলা ইংরেজি একই হতে হবে, যেটা অনেকেরই নাই। ভুল সংশোধনের জন্য অনলাইনে আবেদন করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। তিনি যাচাই-বাছাই করে ঠিক করে দেন। যে আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায় না সেটি বাতিল করেন। যার ফলে ওই ভুল সংশোধনের জন্য একই ব্যক্তির বারবার আবেদন করতে হয়। এ ছাড়া সার্ভারের সমস্যা, ওটিপি না পাওয়ার মত সমস্যা তো আছেই।

উপজেলার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাহাতাব হোসেন জানান ২০০১ সালের পর থেকে জন্ম নিবন্ধন করতে হলে মা বাবার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এ জন্য ভোগান্তি বেড়েছে। তিনি আরও জানান, জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র দিয়ে জন্ম নিবন্ধন করার নির্দেশনা থাকলে কাউকে হয়রানি হতে হতো না।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা জানান নিবন্ধন নিয়ে কাজ করতে গিয়ে দিন রাত সমান কাজ করতে হয়। অনেকের কাগজপত্র সঠিক না থাকায় বারবার আসতে হয়। তবে জন্ম নিবন্ধন সহজ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উদ্যোগ নেবে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত