Ajker Patrika

নৌকার বিরুদ্ধে গেলে বহিষ্কার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৩: ৫৮
নৌকার বিরুদ্ধে গেলে বহিষ্কার

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করলে তাদের বহিষ্কার করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে এ হুঁশিয়ার দেন তিনি।

গতকাল সোমবার দুপুরে উপজেলার উপজেলার মৌচাক ইউনিয়নের সিনাবহ এলাকায় অবস্থিত আনন্দ পার্ক রিসোর্টে এক আলোচনা ও মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আসন্ন কালিয়াকৈর পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার জয়ের লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের দলের স্বার্থে, উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। যারা দলীয় মনোনয়ন পাননি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। তাদের দলীয় মনোনীত প্রার্থীর জন্য বিজয় ছিনিয়ে আনার জন্য হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একত্রে কাজ করতে হবে।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘প্রতিটি ইউনিয়নে ও পৌরসভা এলাকার পাড়া মহল্লায় নৌকার জয়ের জন্য নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দলের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়-সে দিকে নজর রাখতে হবে। নৌকার জয় সুনিশ্চিত করতে সবার ঐক্যবদ্ধতা কামনা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন-গাজীপুর-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, কালিয়াকৈর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম রাসেল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত