Ajker Patrika

খুলনার বিএনপিতে রদবদল

নিজস্ব প্রতিনিধি, খুলনা
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১২: ২৩
খুলনার বিএনপিতে রদবদল

নানা ধরনের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর পার করেছে খুলনা। কিন্তু বছর শেষে খুলনার রাজনৈতিক অঙ্গনে বড় একটি ঘটনা ঘটে যায়। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সাংসদ এ অঞ্চলের বিএনপির অত্যন্ত প্রভাবশালী নেতা নজরুল ইসলাম মঞ্জুকে প্রথমে নব গঠিত মহানগর আহ্বায়ক কমিটি থেকে বাদ দেওয়া হয়। এমনকি মঞ্জুরের কোনো সমর্থককেও কমিটিতে রাখা হয়নি। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মঞ্জুকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয়) পদ থেকে অব্যাহতি দেওয়া। এ ঘটনায় মঞ্জুর বিপুলসংখ্যক অনুসারী ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এদিকে গত ৯ ডিসেম্বর বিএনপির জাতীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে নগর কমিটির আহ্বায়ক করা হয় জেলা কমিটির সাবেক সভাপতি শফিকুল আলম মনা ও সদস্যসচিব করা হয় শফিকুল আলম তুহিনকে। জেলা কমিটির আহ্বায়ক করা হয় সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক আমির এজাজ খানকে এবং সদস্যসচিব করা হয় জেলা বিএনপির শীর্ষ নেতাদের অন্যতম মনিরুল হাসান বাপ্পিকে।

এ ঘটনার প্রতিবাদে নজরুল ইসলাম মঞ্জু ও মনিরুজ্জামান মনির পক্ষ থেকে ১২ ডিসেম্বর দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সদ্য ঘোষিত কমিটির পুনর্মূল্যায়ন দাবি করা হয়। সম্মেলনে মঞ্জু এ কমিটি গঠনের বিষয়ে তীব্র প্রতিবাদী প্রতিক্রিয়া জানান। পাশাপাশি যাঁরা এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তাঁদের সমালোচনা করেন। সম্মেলনের আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে মঞ্জুর বিপুলসংখ্যক সমর্থক ও নেতা-কর্মী সম্মেলনস্থলে আসেন।

এ ঘটনায় কেন্দ্র ক্ষুব্ধ হয়ে গত ১৩ ডিসেম্বর মঞ্জুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। গত ২২ ডিসেম্বর মঞ্জুর ২৯ পৃষ্ঠার জবাব কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠান। ২৫ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয়) পদ থেকে অব্যাহতি দেওয়া। এ ঘটনায় খুলনা বিএনপির একটি বিশাল অংশের নেতা-কর্মী ও সমর্থকের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। ৪০ বছর ধরে খুলনার একজন জনপ্রিয় নেতা হওয়া সত্ত্বেও নজরুল ইসলাম মঞ্জু এমন ঘটনার মুখোমুখি হবেন তা তাঁর নিজের এবং স্থানীয় বিএনপির অনেক নেতা-কর্মীর ভাবনাতেও ছিল না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত