Ajker Patrika

অ্যাসিড থামাতে পারেনি অদম্য সোনালিকে

সাতক্ষীরা প্রতিনিধি
অ্যাসিড থামাতে পারেনি অদম্য সোনালিকে

অ্যাসিড-সন্ত্রাস থামাতে পারেনি সাতক্ষীরার সোনালি খাতুনকে। সে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৬ পেয়েছে। পাটকেলঘাটার কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে সে এ পরীক্ষায় অংশ নেয়। সোনালি সাতক্ষীরার তালা উপজেলার নকাটি গ্রামের নুর ইসলামের কন্যা।

জানা গেছে, ২০০২ সালের ১৯ নভেম্বর মাত্র ১৮ দিন বয়সে বাবা-মায়ের কোলে থাকা অবস্থায় অ্যাসিড হামলার শিকার হয় সোনালি। এ ঘটনায় হওয়া মামলায় আসামিরা গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছে। বর্তমানে মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে।

সোনালির বাবা নুর ইসলাম জানান, সোনালি নিজের পরিশ্রম ও একাগ্রতা দিয়ে এসএসসি পরীক্ষায় ভালো ফল করেছে। ভবিষ্যতে তিনি মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করাতে চান। নূর ইসলাম আরও বলেন, প্রতিবেশীদের সঙ্গে বাঁশঝাড় কেটে ফেলা নিয়ে বিরোধে মামলা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন রাতে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড ছুড়ে মারে। এতে সোনালি ও তার মা খোদেজা বেগম মারাত্মক দগ্ধ হন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত