পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল দুপুরে আশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাস্টার মোহাম্মদ শাহজাহানের বাথুয়া এলাকার নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর করা হয়।
এর আগে বুধবার রাতে কাশিয়াইশ ইউপির ভান্ডারগাঁও এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ কাইছের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় আশিয়া ও কাশিয়াইশ ইউপির স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটিয়া থানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন। ইতিমধ্যে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ শাহজাহান লিখিত অভিযোগে উল্লেখ করেন, গতকাল দুপুরে ৭ নম্বর ওয়ার্ডের বাথুয়া গ্রামের তাঁর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এম এ হাশেম কর্মী-সমর্থক নিয়ে এ হামলা করেছেন। তাঁরা প্রতিনিয়ত তাঁর কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে বর্তমান চেয়ারম্যান এম এ হাশেম বলেন, ‘আমার প্রতিপক্ষ প্রার্থী একজন স্কুলশিক্ষক। তাঁর স্কুলে প্রচার চালাতে গেলে তিনি তাঁর স্কুলের পিয়ন দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে নেন। এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। আমার কর্মী-সমর্থক কেউ তাঁর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেননি।’
কাশিয়াইশ ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ কাইছ বলেন, ‘স্থানীয় জনগণ, আমার কর্মী-সমর্থকদের উৎসাহ ও স্ব-উদ্যোগে গণসংযোগ-প্রচার দেখে আওয়ামী লীগের প্রার্থী এম এ কাশেম ঈর্ষান্বিত হয়েছেন। তাঁর বাহিনী আমার নির্বাচনী ক্যাম্প জ্বালিয়ে দিয়েছে।’
অভিযোগ অস্বীকার করেন বর্তমান চেয়ারম্যান এম এ কাশেম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটি ডাহা মিথ্যা কথা। কাইছ তাঁর কার্যালয়ে নিজেই অগ্নিসংযোগ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চাচ্ছেন।’
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী বলেন, ‘দুই ইউপিতে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার পরিদর্শক রেজাউল করিম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি।’
চট্টগ্রামের পটিয়ায় দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল দুপুরে আশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাস্টার মোহাম্মদ শাহজাহানের বাথুয়া এলাকার নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর করা হয়।
এর আগে বুধবার রাতে কাশিয়াইশ ইউপির ভান্ডারগাঁও এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ কাইছের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় আশিয়া ও কাশিয়াইশ ইউপির স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটিয়া থানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন। ইতিমধ্যে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ শাহজাহান লিখিত অভিযোগে উল্লেখ করেন, গতকাল দুপুরে ৭ নম্বর ওয়ার্ডের বাথুয়া গ্রামের তাঁর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এম এ হাশেম কর্মী-সমর্থক নিয়ে এ হামলা করেছেন। তাঁরা প্রতিনিয়ত তাঁর কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে বর্তমান চেয়ারম্যান এম এ হাশেম বলেন, ‘আমার প্রতিপক্ষ প্রার্থী একজন স্কুলশিক্ষক। তাঁর স্কুলে প্রচার চালাতে গেলে তিনি তাঁর স্কুলের পিয়ন দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে নেন। এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। আমার কর্মী-সমর্থক কেউ তাঁর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেননি।’
কাশিয়াইশ ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ কাইছ বলেন, ‘স্থানীয় জনগণ, আমার কর্মী-সমর্থকদের উৎসাহ ও স্ব-উদ্যোগে গণসংযোগ-প্রচার দেখে আওয়ামী লীগের প্রার্থী এম এ কাশেম ঈর্ষান্বিত হয়েছেন। তাঁর বাহিনী আমার নির্বাচনী ক্যাম্প জ্বালিয়ে দিয়েছে।’
অভিযোগ অস্বীকার করেন বর্তমান চেয়ারম্যান এম এ কাশেম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটি ডাহা মিথ্যা কথা। কাইছ তাঁর কার্যালয়ে নিজেই অগ্নিসংযোগ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চাচ্ছেন।’
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী বলেন, ‘দুই ইউপিতে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার পরিদর্শক রেজাউল করিম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫