Ajker Patrika

পটিয়ায় নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ২১
পটিয়ায় নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের পটিয়ায় দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল দুপুরে আশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাস্টার মোহাম্মদ শাহজাহানের বাথুয়া এলাকার নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর করা হয়।

এর আগে বুধবার রাতে কাশিয়াইশ ইউপির ভান্ডারগাঁও এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ কাইছের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় আশিয়া ও কাশিয়াইশ ইউপির স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটিয়া থানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন। ইতিমধ্যে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ শাহজাহান লিখিত অভিযোগে উল্লেখ করেন, গতকাল দুপুরে ৭ নম্বর ওয়ার্ডের বাথুয়া গ্রামের তাঁর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এম এ হাশেম কর্মী-সমর্থক নিয়ে এ হামলা করেছেন। তাঁরা প্রতিনিয়ত তাঁর কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন।

অভিযোগ অস্বীকার করে বর্তমান চেয়ারম্যান এম এ হাশেম বলেন, ‘আমার প্রতিপক্ষ প্রার্থী একজন স্কুলশিক্ষক। তাঁর স্কুলে প্রচার চালাতে গেলে তিনি তাঁর স্কুলের পিয়ন দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে নেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। আমার কর্মী-সমর্থক কেউ তাঁর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেননি।’

কাশিয়াইশ ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ কাইছ বলেন, ‘স্থানীয় জনগণ, আমার কর্মী-সমর্থকদের উৎসাহ ও স্ব-উদ্যোগে গণসংযোগ-প্রচার দেখে আওয়ামী লীগের প্রার্থী এম এ কাশেম ঈর্ষান্বিত হয়েছেন। তাঁর বাহিনী আমার নির্বাচনী ক্যাম্প জ্বালিয়ে দিয়েছে।’

অভিযোগ অস্বীকার করেন বর্তমান চেয়ারম্যান এম এ কাশেম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটি ডাহা মিথ্যা কথা। কাইছ তাঁর কার্যালয়ে নিজেই অগ্নিসংযোগ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চাচ্ছেন।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী বলেন, ‘দুই ইউপিতে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার পরিদর্শক রেজাউল করিম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত