Ajker Patrika

প্রথমবার ঋত্বিক ও অরুণিমা জুটি

প্রথমবার ঋত্বিক ও অরুণিমা  জুটি

‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক দিয়ে পরিচিতি পেয়েছিলেন ঋত্বিক মুখোপাধ্যায়। আর অরুণিমাকে দর্শক চিনেছেন ‘আয় তবে সহচরী’ দিয়ে। এ দুজন এবার জুটি বেঁধেছেন নতুন সিরিয়ালে। নাম ‘মন দিতে চাই’। ২ জানুয়ারি থেকে জি বাংলায় শুরু হয়েছে ধারাবাহিকটির প্রচার।

‘মন দিতে চাই’ পরিচালনা করছেন ‘নেতাজী’, ‘সাত ভাই চম্পা’, ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’সহ অনেক জনপ্রিয় ধারাবাহিকের নির্মাতা অমিত দাস। তিনি জানিয়েছেন, এখানে মুখ্য চরিত্র দুটি। ধারাবাহিকের নায়িকা তিতির। মেদিনীপুরের ঘাটালের মেয়ে। সে নামী ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে। তারা চার বোন। মা সেলাইয়ের কাজ করেন। বাবা বাসের কন্ডাক্টর। নানা বাধা-বিপত্তির মধ্যেও বাড়িতে সেলাই মেশিনে নানা রকম অর্ডার নিয়ে কাজ করে তিতির। সব সময় নতুন কিছু করার চেষ্টা করে সে।

অন্যদিকে আবার সোমরাজের পরিবার শিল্পপতি। বাড়িতে তার বাবা-মা, ঠাকুরমা-ঠাকুরদা, পিসি-পিসেমশাই, কাকা-কাকিমা—সব মিলিয়ে খুবই উচ্চবিত্ত একটি যৌথ পরিবার। সোমরাজ আপাতভাবে ভালো মনের মানুষ হলেও ওর মধ্যে একটা সমস্যা রয়েছে। ছেলেবেলায় ওর মা ওকে ছেড়ে চলে যান। বাবা আবার বিয়ে করেন। বাড়িতে সৎমা রয়েছে। ফলে সোমরাজ খুবই নারীবিদ্বেষী একজন মানুষ। তাই তার অফিসে কোনো নারীকর্মী নেই।

এভাবেই গল্প এগিয়ে চলে। এরপর কী হবে? আদৌ কি তিতিরের সঙ্গে সোমরাজের কোনো সম্পর্ক তৈরি হবে? তিতির কি পারবে সোমরাজের মন থেকে নারীবিদ্বেষ দূর করতে? এ রকম নানা প্রশ্ন নিয়ে শুরু হয়েছে ‘মন দিতে চাই’ ধারাবাহিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত