Ajker Patrika

কাঁধে অস্ত্র, হাতে চাবি কোলে শিশুসন্তান

ভালুকা প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৭: ১৪
কাঁধে অস্ত্র, হাতে চাবি কোলে শিশুসন্তান

কাঁধে ঝুলছে অস্ত্র। হাতে রয়েছে ট্রেজারির চাবি। আর বুকে শিশু সন্তান নিয়ে দায়িত্ব পালন করছেন এক নারী পুলিশ সদস্য। এমন দৃশ্যের দেখা মিলেছে ভালুকা মডেল থানায়। এ ধরনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

দুই দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবুও দায়িত্ব পালন করছিলেন তিনি। শুধু তাই নয়, একই সঙ্গে মমতাময়ী মায়ের দায়িত্বও পালন করছেন ওই নারী পুলিশ। রাইফেল কাঁধে রেখেই পরম মমতায় বুকে আগলে রেখেছেন শিশু সন্তানকে। ভালুকা থানার এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন। এরপরই নেটিজেনরা নারীর দায়িত্ববোধের প্রশংসার পাশাপাশি শ্রদ্ধায় ভাসিয়েছেন ওই পুলিশ সদস্যকে।

ইউএনও ভালুকা নামে ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসটিতে সালমা খাতুন লেখেন, ‘সকালে এইচএসসি পরীক্ষার প্রশ্ন দিতে ভালুকা মডেল থানায় গিয়ে অন্যরকম দৃশ্য চোখে পড়ল। এক নারী পুলিশ সদস্য তাঁর আট মাসের সন্তানকে বুকে আগলে রেখেছেন। এমনিতেই শীতকাল, তার ওপর গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সে জন্য শিশুটিও মায়ের কোলে মধ্যে গুটিসুটি মেরে জড়িয়ে আছে।’

ইউএনও আরও লিখেছেন, ‘ছবিটি ফেসবুকে দেওয়ার কারণ একটাই। সেটা হলো সবাই দেখুক যে কাঁধে অস্ত্র, হাতে ট্রেজারির চাবি আর বুকে বাচ্চা নিয়ে দায়িত্ব পালন করা কেবল নারীর পক্ষেই সম্ভব।’

স্ট্যাটাস দেওয়ার এক ঘণ্টার মধ্যেই সেটি ভাইরাল হয়। তাতে মন্তব্য করেছেন শতাধিক ফেসবুক ব্যবহারকারী। এক নারী লিখেছেন, ‘এ জন্যই তো নারীরা সব কাজে সমান দায়িত্ব শুধু নয়, একনিষ্ঠভাবে কাজ করে পুরুষের সমকক্ষ হয়ে ওঠে।’

ভালুকা থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, তিনি মাতৃত্বকালীন ছুটি কাটিয়েছেন। তাঁর দায়িত্ববোধ থেকেই কাজে যোগ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত