Ajker Patrika

৫ ইউপিতে আওয়ামী লীগের ৭ বিদ্রোহী

গোপালপুর প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১২: ২৭
৫ ইউপিতে আওয়ামী  লীগের ৭ বিদ্রোহী

গোপালপুরে ষষ্ঠ ধাপে পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাতজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এ কারণে নৌকাডুবির আশঙ্কা করা হচ্ছে।

মির্জাপুর ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মাঝি হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম লাভলু। আর এ ইউপিতে মনোনয়নবঞ্চিত হয়ে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু ফারুক মিঞা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে মাঠে রয়েছেন মোখলেছ।

আলমনগর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল মোমেনকে। এখানে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান লুৎফর। চশমা প্রতীকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন মোহাম্মদ এহসানুল হক চৌধুরী।

হাদিরা ইউপিতে আওয়ামী লীগের দলীয় টিকিট দেওয়া হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত আমিনুল ইসলাম নিক্সনের স্ত্রী বিলকিছ জাহানকে। এখানে দলীয় বিদ্রোহী হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সেলিম আজাদ এবং ঘোড়া প্রতীকে প্রয়াত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের ছেলে আলমগীর। স্বতন্ত্র প্রার্থী (চশমা)মো. আবুবকর সিদ্দিক।

নগদাশিমলাতে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. হোসেন আলী। বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম মোস্তফা আঙুর। এ ছাড়া লাঙ্গল প্রতীকে আছেন খ. শহীদুল আলম।

ধোপাকান্দিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক শহীদ আবু সাঈদের বড় ভাই মো. সিরাজুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আ. হাই আনারস এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (ঘোড়া) বিদ্রোহী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত