Ajker Patrika

নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রধানসহ তিনজন গ্রেপ্তার

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৩: ৩৬
Thumbnail image

চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রধান নেতা মাহমুদুর রহমান তপন ওরফে কিরনসহ তিন চরমপন্থীকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক জব্দ করা হয়। গতকাল শনিবার দুপুরে যশোর জেলা পুলিশের মুখপাত্র ও যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

গ্রেপ্তার অন্য দুই ব্যক্তি হলেন অভয়নগর উপজেলার রামসরা গ্রামের দিপংকর মন্ডল (৩৩) ও কৃষ্ণপদ মন্ডল (৭০)। তাঁরা কিরণের সহযোগী।

ডিবি সূত্রে জানা গেছে, কিরনের গড়ে তোলা চরমপন্থী সংগঠনের কর্মীরা অভয়নগর ও মনিরামপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বিত্তশালীদের মোবাইল ফোনে কল দিয়ে চাঁদা চাইতেন। চাঁদা না দিলে প্রাণনাশসহ নানা হুমকি-ধমকি দিতেন তাঁরা। তারই ধারাবাহিকতায় চলতি বছরের ১০ জানুয়ারি সুন্দলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উত্তম সরকারকে হত্যা করে এ সংগঠনটির কর্মীরা।

কথিত চরমপন্থি সংগঠনটির প্রধান নেতা তপন, বাসুদেব সাহা, কিরণ, বাদল, কিশোর ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে থাকতেন।

যশোর ডিবির ওসি রূপন কুমার সরকার জানান, পুলিশ সুপারের (এসপি) নির্দেশে ডিবির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিরনকে গ্রেপ্তারের লক্ষ্যে গত মঙ্গলবার থেকে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও পটুয়াখালীতে অভিযান চালানো হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে মাদারীপুরের সদর উপজেলার পুরাতন বাজর থেকে কিরনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি। এরপর জানা যায় তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা।

রূপন কুমার সরকার আরও জানান, কিরণ একাধিক হত্যা ও অস্ত্র মামলার প্রধান আসামি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিরণ ২টি হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করে তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভয়নগরের রামসারা এলাকায় অভিযান চালিয়ে তাঁর ২ সহযোগিকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি এক নলা বন্দক জব্দ করা হয়। গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত