Ajker Patrika

সুমাইয়ার লাশ পড়ে ছিল খাটের নিচে

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৬
সুমাইয়ার লাশ পড়ে ছিল খাটের নিচে

গাজীপুরের কাপাসিয়ায় সুমাইয়া আক্তার (২০) নামের এক নারীকে হত্যার অভিযোগে তাঁর স্বামী জসিম উদ্দিন প্রধানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে। স্বামী স্ত্রীকে হত্যা করে নিজের ঘরের খাটের নিচে লুকিয়ে রাখেন। পরে তা জানাজানি হলে গত রোববার রাতে ওই ঘর থেকে লাশ উদ্ধার ও জসিমকে গ্রেপ্তার করে পুলিশ।

জসিম উদ্দিন প্রধান (২৫) কাপাসিয়ার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী প্রধানের ছেলে। আর সুমাইয়া আক্তার পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার হাতকারচালার গ্রামের জজ মিয়ার মেয়ে।

জসিম উদ্দিনের ভাবি সোনিয়া বলেন, জসিম আর সুমাইয়ার মধ্যে মোবাইল চালানো নিয়ে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। অন্য ছেলের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক আছে বলে জসিম সন্দেহ করতেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সুমাইয়া স্বামীর বাড়িতে থাকতে চাইতেন না। গত শনিবার সকালে সুমাইয়া পালিয়ে বাবার বাড়িতে চলে যাওয়ার সময় রাস্তা থেকে জসিম তাঁকে ধরে বাড়িতে নিয়ে আসেন।

সোনিয়া বলেন, ‘ঝগড়ার আগে আমি, আমার স্বামী মহসিন ও জসিম মিলে নদীর পাড়ে খেতে পানি দিচ্ছিলাম। সুমাইয়া তখন নদীর পাড়ের পাশে গাছের নিচে বসে মোবাইল ব্যবহার করছিল। তার কিছুক্ষণ পরে সুমাইয়াকে নদীপাড়ে না দেখতে পেয়ে জসিম বাড়ি আসে। এর ঘণ্টাখানেক পর থেকে সুমাইয়াকে পাওয়া যাচ্ছিল না। ওই দিন খোঁজাখুঁজি করেও সুমাইয়াকে খুঁজে পাওয়া যায়নি।’

কাপাসিয়া থানার ওসি এ এস এম নাসিম বলেন, সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সুমাইয়ার মা ফাতেমা জসিমের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। দুপুরে জসিমকে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম তাঁর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত