Ajker Patrika

সুষ্ঠু নির্বাচন নিয়ে আ.লীগ প্রার্থীর শঙ্কা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৪০
সুষ্ঠু নির্বাচন নিয়ে আ.লীগ প্রার্থীর শঙ্কা

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোকারম। গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরে বিআরডিবি হলরুমে সংবাদ সম্মেলন তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোকারম অভিযোগ করেন, ‘প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জমির উদ্দীন ও তাঁর বহিরাগত লোকজন এলাকায় সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। ভোটকেন্দ্র দখল ও ভোটারদের ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন। এতে ১,২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ভোটাররা আতঙ্কিত রয়েছেন।’

মোকারম আরও বলেন, ‘ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক একটি হত্যা মামলায় তাঁকেসহ এলাকার আওয়ামী লীগের নেতা–কর্মীদের আসামি করা হয়। এতে সফল না হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘ধর্মীয় অনুভূতিকে’ ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছেন।’

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন মোকারম। তিনি বলেন, ‘জনগণ যাকেই নির্বাচিত করবেন তা মেনে নেওয়া হবে। প্রশাসনের কাছে অনুরোধ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।’

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো. জমির উদ্দীন বলেন, ‘আমি একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থীকে হুমকি দেওয়া কীভাবে সম্ভব? আওয়ামী লীগের প্রার্থী আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। সুষ্ঠুভাবে নির্বাচন হোক আমিও চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত