Ajker Patrika

বেড়ায় অবরুদ্ধ ৩ পরিবারের দুরবস্থা দেখলেন ইউএনও

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৫: ৩৪
বেড়ায় অবরুদ্ধ ৩ পরিবারের দুরবস্থা দেখলেন ইউএনও

পাইকগাছায় রাস্তায় বেড়া দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়া তিন পরিবারের দুরবস্থা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। গত মঙ্গলবার বিকেলে তাঁরা এ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তিগত জমির ওপর দিয়ে রাস্তা নয়। খাস জমির ওপর দিয়ে তাঁদের চলাচলের রাস্তা করে দেওয়া হবে। এ সময় তিনি গড়ুইখালী ইউনিয়নের চেয়ারম্যানের সমন্বয় সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে খাস জমির ওপর দিয়ে রাস্তার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান, গড়ুইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, উপজেলার গড়ইখালী ইউনিয়নের হুগলার চক গ্রামে মো. ইউনুস আলী শেখ (৭০) ও তার ভাইয়েরা বসবাস করে। তাঁদের ৩টি পরিবার প্রায় ৪ বছর ধরে রাস্তা না থাকার কারণে জমির আইলের ওপর দিয়ে যাতায়াত করতেন। সম্প্রতি তাঁদের যাতায়াতের পথ স্থানীয় সামছুর ঢালী, কওসার ঢালী ও মুজিবর ঢালী বন্ধ করে দেন। এতে ওই ৩ পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে।

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি অবরুদ্ধ পরিবারের যাতায়াতের জন্য খাস জমি অবমুক্ত করে রাস্তা তৈরির নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত