Ajker Patrika

ঈদে জমজমাট ওটিটি

ঈদে জমজমাট ওটিটি

প্রতিবছর ঈদ উপলক্ষে সিনেমা মুক্তির হিড়িক পড়ে। পাশাপাশি টিভি চ্যানেলগুলো বিভিন্ন ধরনের অনুষ্ঠানের পসরা সাজিয়ে বসে। কয়েক বছর ধরে ওটিটি প্ল্যাটফর্মগুলোও ঈদ উপলক্ষে নিয়ে আসছে নতুন সিরিজ ও সিনেমা। এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে আশফাক নিপুণের পরিচালনায় মহানগর ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তি ‘মহানগর ২’। এ সিরিজ দিয়ে দুই বছর পর ওসি হারুন হয়ে আবারও পর্দায় ফিরছেন মোশাররফ করিম। সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজটির টিজার। এটাই মহানগর ওয়েব সিরিজের শেষ কিস্তি।

২০২১ সালে রাজধানী ঢাকার পটভূমিতে তৈরি হয়েছিল ‘মহানগর’-এর প্রথম পর্ব। মুক্তির পর সারা দেশে হইচই ফেলে দিয়েছিল সিরিজটি। প্রথম পর্বে মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, নাসির উদ্দিন খান প্রমুখ। তবে দ্বিতীয় অধ্যায়ে অন্যান্য চরিত্রে কারা থাকছেন—সে বিষয়ে কিছু জানানো হয়নি। সিরিজটি মুক্তি পাবে হইচই-এ।

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। গত বছর মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ সিরিজের এই ছোট চরিত্রটি এবার প্রধান চরিত্র হয়ে আসছে। সিরিজটিতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংলাপ বলে অ্যালেন স্বপন আলোচনার কেন্দ্রে উঠে আসে। তার কিছু সংলাপ ফিরেছিল মানুষের মুখে মুখে। স্পিন অব সিরিজটিতে অ্যালেন স্বপন সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে। শিহাব শাহীন পরিচালিত এ সিরিজে প্রধান চরিত্রে নাসির উদ্দিন খান ছাড়া আরও অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, রুবেল, শিমলা, সেন্টু, আনিসুল বরুণ প্রমুখ।

‘অগ্নিপুরুষ’ ওয়েব সিনেমার পোস্টারওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ নিয়ে আসছে ‘কুহেলিকা’। সামিউর রহমানের পরিচালনায় নারীপ্রধান গল্পের এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন সাফা কবির, ইয়াশ রোহান, শাফায়েত মনসুর রানা, এলিনা শাম্মী প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে নিয়ে আসছে ওয়েব ফিল্ম ‘অগ্নিপুরুষ’। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুমুখে পতিত মানুষকে বাঁচানোর প্রাণান্ত চেষ্টায় নামেন ফায়ার ফাইটাররা। তাঁদের সেই আত্মত্যাগের গল্প নিয়ে ওয়েব সিনেমাটি বানিয়েছেন আবু হায়াত মাহমুদ। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন সোহেল মণ্ডল ও সুনেরাহ বিনতে কামাল। একই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েব ফিল্ম ‘অপলাপ’। নাজিম উদ দৌলার রচনায় ‘অপলাপ’ মূলত ফ্যামিলি ক্রাইম ধাঁচের গল্প। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ আলী মুন্না। অভিনয়ে নিপুণ আক্তার, জিয়াউল রোশান, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।

‘কুহেলিকা’ ওয়েব সিনেমার পোস্টারএ ছাড়া জিয়াউল রোশানের আরেকটি ওয়েব সিরিজ ‘হারাধনের দশটি ছেলে’ও মুক্তি পেতে পারে ঈদ উপলক্ষে। মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় এতে আরও রয়েছেন অর্চিতা স্পর্শিয়া। ঈদে ওটিটিতে অভিষেকের সম্ভাবনা রয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। আরটিভি প্রযোজিত অপুর প্রথম ওয়েব সিনেমার নাম ‘ছায়াবাজি’। আহমেদ শাহাবুদ্দিনের সাইকো থ্রিলার গল্প অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সৈয়দ শাকিল। দ্বৈত চরিত্রে দেখা যাবে অপু বিশ্বাসকে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। এ ছাড়া আরও কয়েকটি সিনেমা ও সিরিজ মুক্তি পেতে পারে ঈদে।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের পোস্টার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত