Ajker Patrika

উপহারের ঘর পেয়ে খুশি ভূমিহীন ৩১৮ পরিবার

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৩: ৫৪
উপহারের ঘর পেয়ে খুশি ভূমিহীন ৩১৮ পরিবার

যশোর জেলার ৩১৮টি ভূমি ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় তৈরি ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর ও জমির দলিল হস্তান্তরের উদ্বোধন করেন।

যশোর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৩১৮ ভূমি ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেওয়া হয় দুই শতক জমিসহ নতুন ঘর। যশোরে তৃতীয় ধাপে ৩১৮ ঘরের মধ্যে যশোর সদর উপজেলায় ৮১, বাঘারপাড়ায় ৫, অভয়নগরে ২৮, মনিরামপুরে ৪৮, কেশবপুরে ৬১, ঝিকরগাছায় ৪১, চৌগাছায় ৪৮ ও শার্শায় ৬টি ঘর হস্তান্তর করা হয়। এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে জেলার আট উপজেলায় ১ হাজার ১৮১টি পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করেছে যশোর জেলা প্রশাসন।

প্রতিনিধিদের পাঠানো খবর।

চৌগাছা: চৌগাছা উপজেলার ৪৮ ভূমি ও গৃহহীনকে ঘর ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ, স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল কদর, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ দিকে যশোর সদর উপজেলায় ৮১ পরিবারকে ঘর ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে যশোর সদর উপজেলা পরিষদে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি, মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজু হোসেন প্রমুখ।

কেশবপুর: কেশবপুরে ভূমি ও গৃহহীন ৬১টি পরিবার পেল আশ্রয়ণের ঘর। মঙ্গলবার উপজেলা পরিষদের হল রুমে গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত