Ajker Patrika

প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪: ২৪
Thumbnail image

ত্রিশালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলে মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়া হয়। ১৫ মিনিট পরে দায়িত্বরত শিক্ষকদের নজরে এলে দ্বিতীয় পত্রের প্রশ্ন নিয়ে নেন শিক্ষকেরা। পরে প্রথম পত্রের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। এতে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। এ ঘটনায় ভারপ্রাপ্ত কেন্দ্রসচিবকে অব্যাহতি দেওয়া হয়।

ঘটনার পর কেন্দ্র পরিদর্শনে আসেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল। তিনি বলেন, ‘বিষয়টি শুনে এখানে এসেছি। সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৩ ডিসেম্বরের পরীক্ষা যথাযথ নিয়মে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সেট পরিবর্তন করা হবে।’

জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে দুই বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৮৬ কোডে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র এবং ২৯২ কোডে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথমপত্রের পরীক্ষা। যথাসময়ে পরীক্ষা শুরু হয়। প্রশ্নপত্র বিতরণের প্রায় ১৫ মিনিট পর দায়িত্বরত শিক্ষকদের নজরে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমার প্রথম পত্রের প্রশ্নের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে প্রশ্নগুলো নিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় নজরুল ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে প্রশ্নপত্র পরীক্ষা নেওয়া হয়।’

সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামালের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জিল্লুর রহমান আনম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত