Ajker Patrika

অবৈধভাবে বালু তোলায় জরিমানা, যন্ত্রপাতি জব্দ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৩: ০৫
অবৈধভাবে বালু তোলায় জরিমানা, যন্ত্রপাতি জব্দ

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার, বালু উত্তোলনের মেশিন এবং পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন। জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা।

গত রোববার বিকেলে এসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরেই সারিয়াকান্দির কয়েকজন চিহ্নিত বালুদস্যু যমুনা ও বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি পয়েন্টে যমুনা নদী থেকে এবং বাঙ্গালী নদীর জোড়গাছা-ভেলাবাড়ি পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের লক্ষ্যে ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করা হয়। এতে যমুনা নদীর চন্দনবাইশা পয়েন্ট থেকে ছোট কুতুবপুর গ্রামের আব্দুল হান্নানের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং বাঙ্গালী নদীতে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেন, সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। ভবিষ্যতে এই ধরনের অভিযান চলমান থাকবে। এ অভিযানের সময় তাঁকে সহায়তা করেন থানা-পুলিশ ও আনসার সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত