Ajker Patrika

ঘেরে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

রূপসা প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ৫৭
ঘেরে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামে ধনুন জয় (৩৫) নামে এক ঘের শ্রমিকের আকস্মিক মৃত্যু হয়েছে। তিনি টিএসবি ইউনিয়ন পাথরঘাটা গ্রামের মৃত বিজয় রায়ের ছেলে ।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ধনুন জয় গত রোববার একই গ্রামের প্রকাশ হালদারের মৎস্য ঘেরের ক্যানেলে বাঁশের কঞ্চি পোঁতার কাজ করছিলেন। এরপর দুপুরের পর তাঁর বাড়ি ফেরার কথা থাকলেও তিনি বাড়ি ফেরেননি। তখন তাঁকে খোঁজার জন্য পরিবারের লোকজন মৎস্য ঘেরে যায়।

সেখানে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান তাঁরা। দ্রুত উদ্ধার করে তাঁকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্মরত ডা. সেহেলিনা জাফরিন তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এলাকাবাসী আরও জানান, ধনুন জয়ের স্ত্রীর ব্রেস্ট ক্যানসার। একটি ব্রেস্ট অপারেশনের পর আবার আরেকটি ব্রেষ্টে ক্যানসার ধরা পড়েছে। এরপর থেকে তাঁকে প্রায়ই দুশ্চিন্তায় থাকতে দেখা যেত। এ ধরনের অতিরিক্ত টেনশনে হয়তো স্ট্রোক করতে পারে।

তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত