Ajker Patrika

দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩: ২৬
দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে সমঝোতা

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বিএমসিসিআই সভাপতি রাকিব মোহাম্মদ ফখরুল বলেন, বাংলাদেশে এক সময় মালয়েশিয়ার বিশাল বিনিয়োগ ছিল। উভয় দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্কও দীর্ঘ দিনের। মালয়েশিয়ার পোর্ট কেলাং ও অন্যান্য বন্দর বাংলাদেশি আমদানি-রপ্তানি বাণিজ্যে ট্রানজিট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্য বৃদ্ধিতে এফটিএ সম্পাদনের মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি পূরণে রপ্তানি বৃদ্ধি করতে হবে। এ সময় তিনি মালয়েশিয়ান বিনিয়োগ আকর্ষণে ও বাংলাদেশি পণ্যের পরিচিতি বৃদ্ধিতে চট্টগ্রামে একটি ‘রোড শো’ আয়োজনের আহ্বান জানান।

চিটাগাং চেম্বারের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে পিটিএ সম্পাদন, ওয়ার্কিং গ্রুপ গঠন করে সমীক্ষা পরিচালনা ও মূল্যায়ন, উভয় দেশের মধ্যে প্রাথমিকভাবে ১০টি পণ্যের ডিউটি ফ্রি সুবিধার তালিকা প্রস্তুত এবং মালয়েশিয়ায় আরএমজি, হোম টেক্সটাইল, ফুটওয়্যার, সিরামিকস, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি পণ্য রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত