Ajker Patrika

আগাম আনারসে ভরপুর রাঙামাটির বাজার

হিমেল চাকমা, রাঙামাটি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১১: ২৭
আগাম আনারসে ভরপুর রাঙামাটির বাজার

রাঙামাটির বাজারগুলো এখন আগাম আনারসে ভরপুর হয়ে উঠেছে। দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন চাষিরা। এই দাম আরও দু-এক মাস থাকবে বলছেন চাষি ও ব্যবসায়ীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, রাঙামাটিতে এ বছর ২ হাজার ১৩০ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬ হাজার মেট্রিক টন। এখন পাহাড়ে কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে হানিকুইন জাতের আনারস সারা বছর পাওয়া যাবে।

রাঙামাটি সদরের কুতুকছড়ি, বন্দুকভাঙা, পুদিখালি, মাওরুম, এদমরা ও হেরেটছড়ি এবং নানিয়ারচর উপজেলার বগাছড়ি, ঘিলাছড়ি, বুড়িঘাটসহ আশপাশের পাহাড়ের বাগানে এখন শোভা পাচ্ছে রঙিন আনারস। আগে এসব এলাকার আনারস বাজারে আসত মে-জুলাই মাসে। কিন্তু এখন কৃষি প্রযুক্তি ব্যবহারে আগেই বাজারে আসছে।

বগাছড়ি এলাকার চাষি রফিকুল ইসলাম (৪৫) এ বছর ৬০ হাজার আনারসের চারা রোপণ করেছেন। প্রত্যেক চারায় ফলও এসেছে। ব্যবসায়ীরা বাগান থেকে প্রতিটি আনারস ১২ টাকা করে কিনে নিচ্ছেন। সব মিলিয়ে এবার তাঁর আয় হবে অন্তত ৫ লাখ টাকা। রফিকুল বলেন, ‘সামনে রোজা আসছে, তাই রসাল ফল হিসেবে আনারসের দাম আরও বাড়বে।’

এদিকে রাঙামাটি থেকে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় আনারস যাচ্ছে। যোগাযোগব্যবস্থা ভালো থাকায় নানিয়ারচরের বাগানেই আনারস বিক্রি হচ্ছে প্রতিটি ১০ থেকে ১৫ টাকা।

তবে যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ায় আনারসের দাম কম পাচ্ছেন রাঙামাটি সদরের বন্দুকভাঙা, মাওরুম, পুদিখালী, দিগলীবাগসহ আশপাশের চাষিরা।

পুদিখালীর রতন চাকমা (৪০) বলেন, ‘ব্যবসায়ী ঠিক করা ছিল না। আনারস কেটে বনরূপায় এনেছি। ব্যবসায়ীরা দাম দিতে চাচ্ছেন না। প্রতিটি আনারস ৮ টাকায় বিক্রি করেছি। কিছুদিন আগেও এই আনারস ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হয়েছে।’

আনারস ব্যবসায়ী বাদশা মিয়া (৪৫) বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় আনারস নিচ্ছি। বর্তমানে আনারসে চাহিদা বেশি। গত বছরের তুলনায় দাম একটু বেড়েছে। সামনে রোজায় আরও বাড়তে পারে।’

কৃষি বিভাগের তথ্যমতে, আনারসের আগাম ফলনের মূল কারণ বাগানে হরমোন ব্যবহার। এটি ব্যবহারের কারণে শুধু আগাম নয়, সারা বছর কমবেশি আনারস পাওয়া যাচ্ছে। এটিকে কৃষি বিপ্লবও বলছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শস্য আপ্রু মারমা বলেন, ‘পাহাড়ে কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে চাষিরা যখন চাচ্ছেন তখনই আনারস চাষ করতে পারছেন। এতে চাষিরা লাভবান হচ্ছেন।’ তিনি বলেন, ‘হরমোন ব্যবহার অনেকে স্বাস্থ্যঝুঁকির কথা বলে এলেও, তা ঠিক নয়। বিশ্বের অনেক দেশে হরমোন প্রয়োগ করা হয়। এটি একটি কৃষি প্রযুক্তি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত