Ajker Patrika

প্রতিবন্ধী স্কুল খুলে প্রতারণা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫: ৩৫
প্রতিবন্ধী স্কুল খুলে প্রতারণা

রাজবাড়ীর পাংশায় প্রতিবন্ধী স্কুল খুলে প্রতারণার অভিযোগ উঠেছে মো. মামুন নামে এক ব্যক্তির বিরুদ্ধ। এ ঘটনায় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন।

জানা গেছে, ২০১৮ সালে উপজেলার বাহাদুরপুরে আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল ডিসএ্যাবল্ড স্কুল অ্যান্ড কলেজ নামে একটি প্রতিষ্ঠান খোলা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্থানীয় মো. মামুন নামের ওই ব্যক্তি। স্কুলটির নামকরণ করেন নিজের বাবার নামে। নিজেই হন প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানটি চালু করার পর থেকে প্রতিবন্ধী কার্ডের নামে প্রতারণার জাল বুনেছেন তিনি। প্রতিবন্ধী শিক্ষার্থীদের কার্ডের সঙ্গে কার্ড করে দেওয়ার কথা বলে এলাকার একাধিক প্রতিবন্ধীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন অর্থ।

বাহাদুরপুর গ্রামের মো. আনসার আলী বলেন, স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে আমার প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নামে মামুন ১ হাজার ৫০০ টাকা নিয়েছে। কিন্তু আমার কার্ড করে দেয়নি।

এলাকার জমারত খাঁ জানান, মামুন তাঁর প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার কথা বলে ২ হাজার টাকা নিয়েছে। এখনো কার্ড দেয়নি।

আকলিমা খাতুন নামে এক নারী বলেন, আমার মায়ের প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার কথা বলে ২ হাজার টাকা নিয়েছে। এখন পর্যন্ত কার্ড করে দেয়নি। এ রকম অসংখ্য অভিযোগ রয়েছে মামুনের বিরুদ্ধে।

এ বিষয়ে অভিযুক্ত মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। ইউএনও মোহাম্মাদ আলী জানান, মৌখিকভাবে কয়েকজন তাঁর কাছে অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত