Ajker Patrika

একদিকে বাপ্পা অন্যদিকে নদী রক্স

একদিকে বাপ্পা অন্যদিকে নদী রক্স

আগামীকাল বাপ্পা মজুমদারের জন্য বিশেষ দিন। প্রায় ৩০ বছরের সংগীত ক্যারিয়ার বাপ্পার। এই দীর্ঘ সময়ে তিনি দলছুট ব্যান্ড নিয়েই দেশ-বিদেশে গানের টানে ছুটে বেড়িয়েছেন। কখনো অন্য ব্যান্ড বা শিল্পীর সঙ্গে একাই গেয়েছেন। তবে এই দীর্ঘ ক্যারিয়ারে কখনো একক অনুষ্ঠান করা হয়নি। সেই আক্ষেপ বা অতৃপ্তি মিটছে এবার।

আগামীকাল শুক্রবার রাজধানীতে আয়োজন করা হয়েছে বাপ্পা মজুমদারের একক সংগীতানুষ্ঠান। বসুন্ধরা কনভেনশন সেন্টারের ৩ নম্বর হলে হবে এই কনসার্ট। প্রায় তিন ঘণ্টা ধরে বাপ্পা শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজক অ্যালাইভ এক্সপেরিয়েন্স। বাপ্পা মজুমদার বলেন, ‘প্রথমবারের মতো বড় করে সলো পারফর্ম করতে যাচ্ছি। এমন একটা অনুষ্ঠান আরও আগেই হতে পারত। কিন্তু সেভাবে কখনো ভাবিনি। এবার “অ্যালাইভ” আমাকে সাহসটা দিল। অনেক গান শোনানোর ইচ্ছা আছে। সবাইকে পাশে চাই।’

এই কনসার্টে বাপ্পার সঙ্গী হবেন কনা, শুভ ও কোনাল। কোরাসে থাকবেন আরও অনেক শিল্পী। জানা গেছে, বিকেল ৪টায় গেট ওপেন হবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। টিকিটের দাম রাখা হয়েছে ৬০০ টাকা (জেনারেল), ১ হাজার ২০০ টাকা (ভিআইপি) ও ৩ হাজার টাকা (অল অ্যাকসেস)।

চিরকুট ব্যান্ডের সদস্যদের সঙ্গে সুমিবসুন্ধরার ৩ নম্বর হলে যখন বাপ্পা মজুমদারের কনসার্ট চলবে, পাশেই ৪ নম্বর হলে জমে উঠবে আরেক আয়োজন। নদী ও জলবায়ু বিষয়ে মানুষকে সচেতন করতে এ বছরের শুরুতে একটি উদ্যোগ নিয়েছিলেন চিরকুট ব্যান্ডের ভোকাল সুমি। ‘নদী রক্স’ নামের এ উদ্যোগ থেকে পদ্মা, বুড়িগঙ্গা, কুশিয়ারা, পশুর, চিত্রা, ডাহুক ও সাঙ্গু—দেশের এই ৭টি নদী নিয়ে গান বানিয়েছে ৭টি ব্যান্ড। এবার সুমি আয়োজন করেছেন নদী রক্স কনসার্ট। এতে অংশ নিচ্ছে ক্রিপটিক ফেইট, চিরকুট, আরবোভাইরাস, অ্যাশেজ, বাংলা ফাইভ, এফ মাইনর ও স্মুচেস ব্যান্ড।

নদী রক্স কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। গেট ওপেন হবে বেলা ৩টায়। একই দিনে পাশাপাশি দুই কনসার্ট নিয়ে চিরকুট ব্যান্ডের সুমি বলেন, ‘বাপ্পা দা বাংলা গানের জীবন্ত কিংবদন্তি। অসংখ্য কালজয়ী গান তিনি আমাদের উপহার দিয়েছেন। আগামীকাল তাঁর প্রথম সোলো কনসার্টের জন্য অনেক শুভকামনা। সেদিন নদী রক্স কনসার্ট নিয়ে পাশের হলেই থাকব। একটু সুযোগ পেলেই দাদার গান শুনে আসব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

আজকের রাশিফল: প্রপোজের জন্য বিপজ্জনক দিন, গ্রহরা একগুঁয়েমিটা ছাড়তে বলছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ