Ajker Patrika

ভোরে জমজমাট মাছবাজার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৯: ৩২
ভোরে জমজমাট মাছবাজার

কাকডাকা ভোর থেকে শুরু হয় শত শত মানুষের হাঁকডাক। ব্যস্ত সবাই মাছ নিয়ে। বড়, মাঝারি, ছোট—সব ধরনের মাছই আছে এখানে। অতি ব্যস্ততায় দরদাম চলে। এই প্রসিদ্ধ বাজারটি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী-ফুলতলে।

মাছের তিনটি আড়ত ঘিরেই মূলত এ সমাগম। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জমজমাট হয়ে ওঠে এ মাছের বাজার। দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী-পটিয়া-আনোয়ারার মৎস্যচাষিরা মাছ নিয়ে আসেন এ আড়তগুলোতে। তাঁদের মাছগুলো কিনতে পাইকারেরাও ভিড় জমান ফুলতলে।

আড়তদার নজরুল ইসলাম ননী সওদাগর জানান, প্রতিদিনই ৭ থেকে ৮ লাখ টাকার মাছ বেচাকেনা হয় এ বাজারে। আবার সপ্তাহের কোনো দিন ৩ থেকে ৪ লাখ টাকারও লেনদেন হয়। এ বাজার ছাড়াও আরও দুটি মাছের আড়ত রয়েছে বখতেয়ার ও ফরহাদের। ২০১৪ সালে গড়ে ওঠা এ মাছের আড়তে দেশি মাছের পাশাপাশি সামুদ্রিক মাছও আসে। চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট ও সাতক্ষীরাসহ বিভিন্ন জেলার মৎস্যব্যবসায়ীরা মাছ নিয়ে আসেন এখানে। প্রথম দিকে খুব একটা জমজমাট ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে এ বাজারের পরিধি বেড়েছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা মো. বালি বলেন, প্রতিদিন ভোরে দুই শতাধিক পাইকারি ক্রেতা এ বাজারে আসেন। এর বেশির ভাগই বোয়ালখালী-পটিয়ার পাইকার। সাত সকালে পাইকারেরা মাছ নিয়ে ছড়িয়ে পড়েন উপজেলার অলিগলিতে। সকাল ৯-১০টার মধ্যে লেনদেন চুকে যায়।

বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর আজকের পত্রিকাকে বলেন, একসময় বোয়ালখালীতে মাছের আড়ত ছিল না। নগরীর বহদ্দারহাট বা অন্যান্য জায়গায় ছুটতেন মাছচাষিরা। এতে পরিবহন ব্যয়ও বেড়ে যেত। অনেক সময় ভালো দাম নিয়েও বিপাকে পড়তে হতো তাঁদের। ফুলতলে গড়ে ওঠা এ মাছের বাজারকে আরও জনমুখী করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাসহ সার্বিক সহযোগিতা পৌরসভা থেকে করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত