Ajker Patrika

মাসের শেষে বৃষ্টি, সপ্তাহজুড়ে গরম থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাসের শেষে বৃষ্টি, সপ্তাহজুড়ে গরম থাকতে পারে

শ্রাবণ মাসের প্রথম ১০ দিন পার হলেও এখন পর্যন্ত খুব বেশি বৃষ্টিপাতের দেখা মেলেনি। অন্যদিকে জুলাই মাসের আর বাকি ৬ দিন। ক্যালেন্ডারের হিসাবে এ দিনগুলো পড়ছে শ্রাবণে মাঝামাঝি সময়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাইয়ের শেষ সপ্তাহে দেশের তাপমাত্রা একটু বাড়বে। এ সময়ে বৃষ্টি হলেও খুব বেশি হবে না। মাসের শেষে ও আগস্টের শুরুতে দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, এই সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়বে। দেশে এখন কিছু জায়গায় মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ আছে। আবার অনেক জায়গায় এক রকম আছে। সামনের সপ্তাহে তাপমাত্রা সামান্য বাড়বে। বৃষ্টি হলেও খুব বেশি হবে না। তবে জুলাই মাসের ৩১ ও আগস্টের ১ এবং ২ তারিখের দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি সম্ভাবনা আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত