পাঁচ দিন আগে যশোরের মনিরামপুরে একটি অসুস্থ শকুন উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। অসুস্থ শকুনটি প্রাণিসম্পদ দপ্তরের লোকজনের সেবায় সুস্থ হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামালপুর এলাকায় দুই কিশোর মাঠে খেলতে গিয়ে অসুস্থ অবস্থায় পড়ে থাকা শকুনটি দেখত পায়।
সেখান থেকে তারা পাখিটি নিয়ে যায় মনিরামপুর বাজারের শরিফ ড্রাগ হাউসে। উদ্ধারের সময় ওই দুই কিশোর পাখিটির পরিচয় জানত না। পরে বাজারে ওষুধের দোকানে তারা জানতে পারে এটি শকুন।
শরিফ ড্রাগ হাউসের মালিক শরিফ শেখ বলেন, ‘ভাইপোরা মাঠে খেলতে গিয়ে শকুনটাকে পড়ে থাকতে দেখে ধরে আনে। ওরাও চিনতে পারেনি এটা শকুন। পরে আমার দোকানে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে শকুনিকে প্রাণিসম্পদ অফিসে নিয়ে যাই। যখন পাখিটা ধরা পড়ে তখন খুব দুর্বল ছিল। চিকিৎসা পেয়ে এখন পাখিটি ভালো আছে।’
মনিরামপুর প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণী স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, খাদ্যের অভাবে অসুস্থ ছিল শকুনটি। যখন তাঁরা শকুনটি পান তখন সেটি একবার ডানা মেললে আর গুটিয়ে নিতে পারত না। পরে শকুনটিকে ভিটামিন দেওয়া হয়েছে।
শকুনটিকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে বলেও জানান আব্দুল মজিদ।
উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুজ্জামান সেলিম বলেন, ‘চিকিৎসা ও খাবার দেওয়ার পর শকুনটি সুস্থ হয়ে উঠেছে। আমরা শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেই। কিন্তু আমাদের অফিসের বাইরে যায় না, অফিসের প্রাচীরের ওপর বসে থাকে।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শকুনটি মুক্ত ছিল। আশপাশের ছেলেদের শকুনের গায়ে ঢিল ছুড়তে দেখে আমরা এখন খাঁচায় রেখে খাবার দিচ্ছি।’
মনিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দিকী বলেন, ‘শকুনটি এখন সুস্থ আছে। আরও দুদিন হেফাজতে রেখে সুস্থ করে তারপর বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শকুনটি মুক্ত করে দেব।’
পাঁচ দিন আগে যশোরের মনিরামপুরে একটি অসুস্থ শকুন উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। অসুস্থ শকুনটি প্রাণিসম্পদ দপ্তরের লোকজনের সেবায় সুস্থ হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামালপুর এলাকায় দুই কিশোর মাঠে খেলতে গিয়ে অসুস্থ অবস্থায় পড়ে থাকা শকুনটি দেখত পায়।
সেখান থেকে তারা পাখিটি নিয়ে যায় মনিরামপুর বাজারের শরিফ ড্রাগ হাউসে। উদ্ধারের সময় ওই দুই কিশোর পাখিটির পরিচয় জানত না। পরে বাজারে ওষুধের দোকানে তারা জানতে পারে এটি শকুন।
শরিফ ড্রাগ হাউসের মালিক শরিফ শেখ বলেন, ‘ভাইপোরা মাঠে খেলতে গিয়ে শকুনটাকে পড়ে থাকতে দেখে ধরে আনে। ওরাও চিনতে পারেনি এটা শকুন। পরে আমার দোকানে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে শকুনিকে প্রাণিসম্পদ অফিসে নিয়ে যাই। যখন পাখিটা ধরা পড়ে তখন খুব দুর্বল ছিল। চিকিৎসা পেয়ে এখন পাখিটি ভালো আছে।’
মনিরামপুর প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণী স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, খাদ্যের অভাবে অসুস্থ ছিল শকুনটি। যখন তাঁরা শকুনটি পান তখন সেটি একবার ডানা মেললে আর গুটিয়ে নিতে পারত না। পরে শকুনটিকে ভিটামিন দেওয়া হয়েছে।
শকুনটিকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে বলেও জানান আব্দুল মজিদ।
উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুজ্জামান সেলিম বলেন, ‘চিকিৎসা ও খাবার দেওয়ার পর শকুনটি সুস্থ হয়ে উঠেছে। আমরা শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেই। কিন্তু আমাদের অফিসের বাইরে যায় না, অফিসের প্রাচীরের ওপর বসে থাকে।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শকুনটি মুক্ত ছিল। আশপাশের ছেলেদের শকুনের গায়ে ঢিল ছুড়তে দেখে আমরা এখন খাঁচায় রেখে খাবার দিচ্ছি।’
মনিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দিকী বলেন, ‘শকুনটি এখন সুস্থ আছে। আরও দুদিন হেফাজতে রেখে সুস্থ করে তারপর বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শকুনটি মুক্ত করে দেব।’
হেমন্ত কালের শুরুতে শুষ্ক আবহাওয়ার ঢাকায় বায়ুদূষণ বেড়েই চলেছে। আজ শনিবার ঢাকার বাতাসে দূষণের মাত্রা সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আছে। সাধারণত বর্ষাকালে ঢাকায় দূষণের মাত্রা কমে আসে। আর শীতকালে সবচেয়ে বেশি দূষণের মাত্রা দেখা যায়।
১৪ ঘণ্টা আগেহেমন্তের এই শুষ্ক আবহাওয়ায় সকালবেলায় ঢাকায় মিলেছে রোদের দেখা। তবে আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৫ ঘণ্টা আগেমৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর থেকে কয়েক দিন ধরে সারা দেশে বৃষ্টি প্রায় হচ্ছেই না। গত ২৪ ঘণ্টায় কেবল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। দেশের অন্য সব অঞ্চল ছিল একেবারেই বৃষ্টিহীন। সে কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে।
২ দিন আগেউষ্ণমণ্ডলীয় বনগুলো (রেইনফরেস্ট) বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করে পৃথিবীর তাপমাত্রা কমাতে ভূমিকা রাখে। কিন্তু অস্ট্রেলিয়ায় দেখা গেল এর বিপরীত চিত্র। বিজ্ঞানীরা বলছেন, অস্ট্রেলিয়ার রেইনফরেস্টগুলো বিশ্বের প্রথম এমন বনাঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে, যা এখন বায়ুমণ্ডলে কার্বন শোষণের চেয়ে নিঃসরণ বেশি করছে।
২ দিন আগে