আজকের পত্রিকা ডেস্ক
দাবানলে গতকাল রোববার ষষ্ঠ দিনের মতো পুড়েছে গ্রিসের দ্বীপ ইভিয়া। রাজধানী এথেন্সের উত্তর দিকের এ দ্বীপ থেকে এ পর্যন্ত দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির ১৫৪টি জায়গায় দাবানলের ঘটনা ঘটেছে। গত ৩০ বছরে এ রকম দাবানল দেখেনি গ্রিসবাসী।
পার্শ্ববর্তী তুরস্কের দক্ষিণাঞ্চলের উপকূলে এক সপ্তাহের বেশি সময় ধরে ১৩২টি জায়গায় দাবানলের ঘটনা ঘটেছে। মারা গেছে অন্তত আটজন। পুড়েছে ১ লাখ ১৮ হাজার ৭৮৯ হেক্টর জমি। ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিকে উত্তর ক্যালিফোর্নিয়ায় গত শনিবার দাবানলে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
সিএনএনের তথ্য, গত মাসে জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশে বন্যায় অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে। একই মাসে ভারতে বন্যা ও ভূমিধসে প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে। তা ছাড়া, সাম্প্রতিক বন্যায় চীনে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
এ রকম তথ্য হাজির করতে গেলে পরিসংখ্যানের পাল্লাই শুধু ভারী হবে। দাবানল, বন্যা, ভূমিধসের বাইরে খরা, নদীভাঙন ইত্যাদি বিষয় আছে, যেগুলোর সঙ্গে বহুল আলোচিত জলবায়ু পরিবর্তনের সরাসরি সম্পর্ক রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ সব সময় ঘটে। কিন্তু গত ২৫-৩০ বছরে যেসব দুর্যোগ ঘটেছে, সেগুলোর সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড়। তথা মানুষ নিজেই ধ্বংসের কারণ হয়ে উঠেছে।
বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ গবেষণা কেন্দ্রের প্রধান দেবারতি গুহ সিএনএনকে জানান, জুলাইয়ে বিশ্বে ২০৮টি বিভিন্ন ধরনের দুর্যোগের ঘটনা ঘটেছে, যা এক দশকের গড় দুর্যোগের চেয়ে ১১ শতাংশ বেশি।
যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী পিটার স্কট বলেন, সাম্প্রতিক দুর্যোগগুলো যে আমাদের বছরের পর বছর ধরে কয়লা পোড়ানো, জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহারের কারণে হচ্ছে, তাতে সন্দেহের বিন্দুমাত্র কারণ নেই। এসব বিষয়ে আমরা ২০ বছর আগে থেকে সতর্ক করে আসছি।
গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের জলবায়ু সম্মেলন বা ‘কপ ২৬’-এর সমন্বয়ক ব্রিটিশ রাজনীতিবিদ অলোক শর্মা বলেন, বিশ্ব বিপর্যয়ের দ্বারপ্রান্তে চলে এসেছে। জলবায়ু পরিবর্তনের বিষয়টি বুঝিয়ে বলার কিছু বাকি আছে বলে আমার মনে হয় না। বিশ্বে যা ঘটছে, তা তো প্রতিনিয়ত আমরা দেখছি।
প্রসঙ্গত, আজ সোমবার জাতিসংঘের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চ্যাঞ্জের (আইপিসিসি) প্রতিবেদন প্রকাশিত হবে। আর অলোক শর্মার নেতৃত্বে চলতি বছরের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোয় ‘কপ ২৬’ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জলবায়ু পরিবর্তন রোধে কার্বন নিঃসরণসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে।
দাবানলে গতকাল রোববার ষষ্ঠ দিনের মতো পুড়েছে গ্রিসের দ্বীপ ইভিয়া। রাজধানী এথেন্সের উত্তর দিকের এ দ্বীপ থেকে এ পর্যন্ত দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির ১৫৪টি জায়গায় দাবানলের ঘটনা ঘটেছে। গত ৩০ বছরে এ রকম দাবানল দেখেনি গ্রিসবাসী।
পার্শ্ববর্তী তুরস্কের দক্ষিণাঞ্চলের উপকূলে এক সপ্তাহের বেশি সময় ধরে ১৩২টি জায়গায় দাবানলের ঘটনা ঘটেছে। মারা গেছে অন্তত আটজন। পুড়েছে ১ লাখ ১৮ হাজার ৭৮৯ হেক্টর জমি। ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিকে উত্তর ক্যালিফোর্নিয়ায় গত শনিবার দাবানলে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
সিএনএনের তথ্য, গত মাসে জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশে বন্যায় অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে। একই মাসে ভারতে বন্যা ও ভূমিধসে প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে। তা ছাড়া, সাম্প্রতিক বন্যায় চীনে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
এ রকম তথ্য হাজির করতে গেলে পরিসংখ্যানের পাল্লাই শুধু ভারী হবে। দাবানল, বন্যা, ভূমিধসের বাইরে খরা, নদীভাঙন ইত্যাদি বিষয় আছে, যেগুলোর সঙ্গে বহুল আলোচিত জলবায়ু পরিবর্তনের সরাসরি সম্পর্ক রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ সব সময় ঘটে। কিন্তু গত ২৫-৩০ বছরে যেসব দুর্যোগ ঘটেছে, সেগুলোর সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড়। তথা মানুষ নিজেই ধ্বংসের কারণ হয়ে উঠেছে।
বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ গবেষণা কেন্দ্রের প্রধান দেবারতি গুহ সিএনএনকে জানান, জুলাইয়ে বিশ্বে ২০৮টি বিভিন্ন ধরনের দুর্যোগের ঘটনা ঘটেছে, যা এক দশকের গড় দুর্যোগের চেয়ে ১১ শতাংশ বেশি।
যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী পিটার স্কট বলেন, সাম্প্রতিক দুর্যোগগুলো যে আমাদের বছরের পর বছর ধরে কয়লা পোড়ানো, জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহারের কারণে হচ্ছে, তাতে সন্দেহের বিন্দুমাত্র কারণ নেই। এসব বিষয়ে আমরা ২০ বছর আগে থেকে সতর্ক করে আসছি।
গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের জলবায়ু সম্মেলন বা ‘কপ ২৬’-এর সমন্বয়ক ব্রিটিশ রাজনীতিবিদ অলোক শর্মা বলেন, বিশ্ব বিপর্যয়ের দ্বারপ্রান্তে চলে এসেছে। জলবায়ু পরিবর্তনের বিষয়টি বুঝিয়ে বলার কিছু বাকি আছে বলে আমার মনে হয় না। বিশ্বে যা ঘটছে, তা তো প্রতিনিয়ত আমরা দেখছি।
প্রসঙ্গত, আজ সোমবার জাতিসংঘের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চ্যাঞ্জের (আইপিসিসি) প্রতিবেদন প্রকাশিত হবে। আর অলোক শর্মার নেতৃত্বে চলতি বছরের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোয় ‘কপ ২৬’ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জলবায়ু পরিবর্তন রোধে কার্বন নিঃসরণসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে।
আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস ব
১৭ ঘণ্টা আগেসকাল ৯টায় বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) দেখা যায়, ঢাকার বায়ুমান ৯৯, যা সহনীয় বাতাসের নির্দেশক। অন্যদিকে গতকাল ঢাকার বায়ুমান ছিল ১৭৭, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
১৭ ঘণ্টা আগেবাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর ও আরও দক্ষিণ-পূর্বে অবস্থিত আন্দামান সাগরে বর্ষা মৌসুম পৌঁছে গেছে। এর প্রভাবে এরই মধ্যে, আন্দামান সাগরে অবস্থিত ভারতীয় দ্বীপপুঞ্জ আন্দামান-নিকোবরে গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এমন খবরই দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
১ দিন আগেবৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তবে, সামান্য বাড়তে পারে রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা। কিন্তু গোপালগঞ্জ, পটুয়াখালী ও কক্সবাজার জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
১ দিন আগে