আপত্তি উপেক্ষা করে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছাড়ার পর কড়া প্রতিক্রিয়া দেখাল চীন। প্রতিবেশী দেশটি জাপানের সি ফুড বা সামুদ্রিক খাবার নিষিদ্ধ করেছে বলে সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।
জাপানের সামুদ্রিক খাবার রপ্তানির সবচেয়ে বড় বাজার চীন। প্রায় ১২ বছর আগে সুনামির আঘাতে ধ্বংস হওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানি ছাড়া নিয়ে সেই বাজার হারাতে যাচ্ছে চীন।
চীনের শুল্ক বিভাগের এক বিবৃতে বলা হয়, প্রশান্ত মহাসাগরে তেজস্ক্রিয় পানি ছাড়ায় নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় জাপানের সব সামুদ্রিক পণ্য ও খাবারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে হংকং জাপানের ১০টি অঞ্চলের সামুদ্রিক পণ্য ও খাবারের নিষেধাজ্ঞা দেয় ।
তেজস্ক্রিয় পানি ছাড়ার ‘তীব্র নিন্দা’ জানিয়ে জাপানকে ‘ভুল কাজ’ বন্ধ করতে চীনের কাছে দাবি জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ‘জাপান স্বার্থপরের মতো’ বিশ্বের মানুষের ক্ষতি করছে বলে সমালোচনা করা হয়।
আজ বৃহস্পতিবার পানির সুইচ চালু করে ১ হাজার ২০০ ঘন মিটার পানি সাগরে ছাড়ে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)। এই পানি দিয়ে ৫৪০টি অলিম্পিক সুইমিং পুল ভরা যাবে।
জাপান বলছে, বৃষ্টির পানি বিদ্যুৎকেন্দ্রটির স্টোরেজ এলাকায় ঢুকে যাচ্ছিল। তাই পানি রাখার জায়গা ফুরিয়ে যায়। সে কারণেই সাগরে এই পানি ছাড়া হচ্ছে। এই তেজস্ক্রিয় পানি পরিশোধিত করা হয়েছে; এটি বিপজ্জনক নয় বলে টেপকোর দাবি। আর আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্থা বলছে, এই পানি পরিবেশে যা ক্ষতি করবে, তা ‘নগণ্য’।
কিন্তু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাপানের দাবি সমর্থনে কোনো ডেটা নেই। এই পানি সামুদ্রিক পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ, তারও কোনো প্রমাণ নেই।
জাপান সাগরকে ‘নর্দমা’ হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে চীন বলছে, খাদ্যনিরাপত্তা ও জনগণের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য সরকার যা যা করার সবই করবে।
আপত্তি উপেক্ষা করে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছাড়ার পর কড়া প্রতিক্রিয়া দেখাল চীন। প্রতিবেশী দেশটি জাপানের সি ফুড বা সামুদ্রিক খাবার নিষিদ্ধ করেছে বলে সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।
জাপানের সামুদ্রিক খাবার রপ্তানির সবচেয়ে বড় বাজার চীন। প্রায় ১২ বছর আগে সুনামির আঘাতে ধ্বংস হওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানি ছাড়া নিয়ে সেই বাজার হারাতে যাচ্ছে চীন।
চীনের শুল্ক বিভাগের এক বিবৃতে বলা হয়, প্রশান্ত মহাসাগরে তেজস্ক্রিয় পানি ছাড়ায় নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় জাপানের সব সামুদ্রিক পণ্য ও খাবারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে হংকং জাপানের ১০টি অঞ্চলের সামুদ্রিক পণ্য ও খাবারের নিষেধাজ্ঞা দেয় ।
তেজস্ক্রিয় পানি ছাড়ার ‘তীব্র নিন্দা’ জানিয়ে জাপানকে ‘ভুল কাজ’ বন্ধ করতে চীনের কাছে দাবি জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ‘জাপান স্বার্থপরের মতো’ বিশ্বের মানুষের ক্ষতি করছে বলে সমালোচনা করা হয়।
আজ বৃহস্পতিবার পানির সুইচ চালু করে ১ হাজার ২০০ ঘন মিটার পানি সাগরে ছাড়ে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)। এই পানি দিয়ে ৫৪০টি অলিম্পিক সুইমিং পুল ভরা যাবে।
জাপান বলছে, বৃষ্টির পানি বিদ্যুৎকেন্দ্রটির স্টোরেজ এলাকায় ঢুকে যাচ্ছিল। তাই পানি রাখার জায়গা ফুরিয়ে যায়। সে কারণেই সাগরে এই পানি ছাড়া হচ্ছে। এই তেজস্ক্রিয় পানি পরিশোধিত করা হয়েছে; এটি বিপজ্জনক নয় বলে টেপকোর দাবি। আর আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্থা বলছে, এই পানি পরিবেশে যা ক্ষতি করবে, তা ‘নগণ্য’।
কিন্তু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাপানের দাবি সমর্থনে কোনো ডেটা নেই। এই পানি সামুদ্রিক পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ, তারও কোনো প্রমাণ নেই।
জাপান সাগরকে ‘নর্দমা’ হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে চীন বলছে, খাদ্যনিরাপত্তা ও জনগণের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য সরকার যা যা করার সবই করবে।
স্বস্তি মিলছে না ঢাকার বাতাসে। আজও রাজধানী শহরের বাতাসের অবস্থা অস্বাস্থ্যকর। আজ রোববার, বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স–একিউআইয়ের সকাল ৯টা ৫০ মিনিটের রেকর্ড অনুযায়ী, বায়ুমান ১৮৬ নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
১৩ মিনিট আগেপাসিজা, ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের ৫৫ বছর বয়সী এক নারী। প্রতিদিন সকালে তাঁর ঘুম ভাঙে সমুদ্রের শব্দে। বিষয়টি শুনতে রোমান্টিক মনে হলেও, পরিস্থিতি ঠিক উল্টো। সমুদ্র উপকূলে রেজোসারী সেনিক নামের এই ছোট গ্রামে তাঁর বাড়িটিই এখন একমাত্র টিকে থাকা ঘর। জাভার উত্তর উপকূলে একসময় গ্রামটি শুষ্ক ভূমিতে..
১ দিন আগেঈদুল ফিতরের লম্বা ছুটিতে ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু ছুটি শেষে ব্যস্ত শহুরে জীবন শুরু হওয়ার পর থেকে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। তারই ধারাবাহিকতায় বিগত কয়েক দিন ধরে ঢাকা আবারও বিশ্বজুড়ে বায়ুদূষণের ক্ষেত্রে শীর্ষ অবস্থানেই থাকছে। আজ শনিবারও ঢাকা আছে তালিকার শীর্ষে।
১ দিন আগেসবচেয়ে বিস্তৃতভাবে পাওয়া গেছে ক্যাডমিয়াম ধাতু, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দক্ষিণ ও পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অংশে এই ধাতুর উপস্থিতি আশঙ্কাজনক ভাবে বেশি।
২ দিন আগে