Ajker Patrika

সাগরে তেজস্ক্রিয় পানি: জাপানের সি ফুড নিষিদ্ধ করল চীন

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৮: ১৪
সাগরে তেজস্ক্রিয় পানি: জাপানের সি ফুড নিষিদ্ধ করল চীন

আপত্তি উপেক্ষা করে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছাড়ার পর কড়া প্রতিক্রিয়া দেখাল চীন। প্রতিবেশী দেশটি জাপানের সি ফুড বা সামুদ্রিক খাবার নিষিদ্ধ করেছে বলে সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

জাপানের সামুদ্রিক খাবার রপ্তানির সবচেয়ে বড় বাজার চীন। প্রায় ১২ বছর আগে সুনামির আঘাতে ধ্বংস হওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানি ছাড়া নিয়ে সেই বাজার হারাতে যাচ্ছে চীন। 

চীনের শুল্ক বিভাগের এক বিবৃতে বলা হয়, প্রশান্ত মহাসাগরে তেজস্ক্রিয় পানি ছাড়ায় নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় জাপানের সব সামুদ্রিক পণ্য ও খাবারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

এর আগে হংকং জাপানের ১০টি অঞ্চলের সামুদ্রিক পণ্য ও খাবারের নিষেধাজ্ঞা দেয় ।

তেজস্ক্রিয় পানি ছাড়ার ‘তীব্র নিন্দা’ জানিয়ে জাপানকে ‘ভুল কাজ’ বন্ধ করতে চীনের কাছে দাবি জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ‘জাপান স্বার্থপরের মতো’ বিশ্বের মানুষের ক্ষতি করছে বলে  সমালোচনা করা হয়।

আজ বৃহস্পতিবার পানির সুইচ চালু করে ১ হাজার ২০০ ঘন মিটার পানি সাগরে ছাড়ে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)। এই পানি দিয়ে ৫৪০টি অলিম্পিক সুইমিং পুল ভরা যাবে।

জাপান বলছে, বৃষ্টির পানি বিদ্যুৎকেন্দ্রটির স্টোরেজ এলাকায় ঢুকে যাচ্ছিল। তাই পানি রাখার জায়গা ফুরিয়ে যায়। সে কারণেই সাগরে এই পানি ছাড়া হচ্ছে। এই তেজস্ক্রিয় পানি পরিশোধিত করা হয়েছে; এটি বিপজ্জনক নয় বলে টেপকোর দাবি। আর আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্থা বলছে, এই পানি পরিবেশে যা ক্ষতি করবে, তা ‘নগণ্য’।

কিন্তু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাপানের দাবি সমর্থনে কোনো ডেটা নেই। এই পানি সামুদ্রিক পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ, তারও কোনো প্রমাণ নেই। 

জাপান সাগরকে ‘নর্দমা’ হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে চীন বলছে, খাদ্যনিরাপত্তা ও জনগণের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য সরকার যা যা করার সবই করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত