Ajker Patrika

অফিসে ছাদ বাগান করে পরিবেশ পদক পাচ্ছেন হামিদা পারভীন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অফিসে ছাদ বাগান করে পরিবেশ পদক পাচ্ছেন হামিদা পারভীন 

ঢাকা মহানগর পুলিশের ‘উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন’ কার্যালয়ের ছাদে দৃষ্টিনন্দন বাগান করে বৃক্ষ রোপণে জাতীয় পুরস্কার পাচ্ছেন পুলিশ কর্মকর্তা হামিদা পারভীন। 

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার নেবেন তিনি। 

এর আগে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১–এর জন্য হামিদা পারভীন তাঁর ছাদ বাগানের সচিত্র তথ্য দিয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই করে ব্যক্তি/প্রতিষ্ঠান ক্যাটাগরিতে হামিদা পারভীনের ছাদ বাগান প্রথম স্থান অর্জন করে। 

হামিদা পারভীন তাঁর তৈরি ছাদ বাগান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, এমনি গৃহিণীদের পরিদর্শনের ব্যবস্থা করে দিয়ে তাদেরও ছাদ বাগান করতে উদ্বুদ্ধ করেছেন। 

কয়েক মাস আগে হামিদা পারভীন তেজগাঁওয়ে পুলিশের ‘উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন’ কার্যালয়ের ছাদে বিভিন্ন ধরনের ফলজ, বনজ, শাক-সবজি ও ফুলগাছ রোপণ করেন। সাড়ে ৭ হাজার বর্গফুটের অফিস ভবনের প্রায় ৫ হাজার বর্গফুটের ছাদে ১ হাজার ২০টি বিভিন্ন আকারের টব এবং ড্রাম দিয়ে বাগান তৈরি করেছেন। তিনি সেখানে ১২ প্রজাতির বনজ, ৪৮ প্রজাতির ফলদ, ৩০ প্রজাতির ভেষজ, ৭৭ প্রজাতির শোভাবর্ধনকারী, ২১ প্রজাতির সবজি, ১২ প্রজাতির বিরল ও বিভিন্ন মসলা গাছ লাগিয়েছেন। 

হামিদা পারভীন বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) যুগ্ম কমিশনার, প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটির দায়িত্ব পালন করছেন। এই পদে পদায়নের আগে (২০১৯-২০২২ পর্যন্ত) দায়িত্ব পালন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে। 

হামিদা পারভীন ২০১৯ সালে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েই এ বিভাগে ভিকটিম সাপোর্ট সেন্টার, তদন্ত ইউনিট এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রমে আধুনিক ও মানবিক পুলিশিং শুরু করেন। তিনি স্কুল-কলেজ, গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে সাইবার ক্রাইম, মাদক, বাল্যবিবাহ, যৌন হয়রানি এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত