Ajker Patrika

শৈত্যপ্রবাহ ও কুয়াশার প্রকোপ থাকতে পারে আরও ২ দিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০০: ২১
Thumbnail image

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ সবচেয়ে বেশি। ঘন কুয়াশা ও ঠান্ডার মধ্যেও কৃষকেরা মাঠে কাজ করে যাচ্ছেন। আগামী দুই দিন শীতের এই প্রকোপ চলবে।

আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীর বিভাগের বদলগাছিতে ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইল, ফরিদপুর, রাঙামাটি, কুমিল্লা, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এর পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া সামান্য পরিবর্তনের পাশাপাশি এর পরের পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ আজকের পত্রিকাকে জানান, ২২ জানুয়ারির পর তাপমাত্রা কিছুটা বাড়বে। যার ফলে শীত ও কুয়াশার প্রকোপ কিছুটা কমে আসবে। তবে আগামী দুই দিন মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহের কারণে শীত ও কুয়াশার প্রকোপ চলমান থাকবে।

এদিকে, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ঝিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত