Ajker Patrika

ঈদের দিন কি বৃষ্টি হবে, গরম কেমন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের দিন কি বৃষ্টি হবে, গরম কেমন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর

বর্ষা মৌসুম শুরু তথা আষাঢ় মাসের প্রথম দিন আজ শনিবার। আজ দিনের বেলায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি দেশের বেশির ভাগ অঞ্চলে। এতে ভ্যাপসা গরমের অনুভূতি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই থেকে তিন দিন এমন অবস্থা বিরাজ করবে। তবে ঈদের দিন ঢাকায় বৃষ্টি হতে পারে। হলেও সেটি খুব বেশি নয়। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন ধরে যেমন আবহাওয়া আছে আগামী দু-তিন দিন এমনই থাকতে পারে। রোদ উঠলেও ভ্যাপসা গরম থাকবে আবার বৃষ্টি হলেও টানা বৃষ্টি হবে না। ঈদের সময়ও এমন আবহাওয়া থাকতে পারে।’

এই আবহাওয়াবিদ আরও বলেন, ‘ঈদের দিন ঢাকা শহরে বৃষ্টির সম্ভাবনা একটু কম। বৃষ্টির সম্ভাবনা নেই, এমন না! একটু আছে। আমাদের পূর্বাভাসেও ১৭ তারিখ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে ভারী বৃষ্টিপাত হবে না।’ 

এদিকে, আবহাওয়া পূর্বাভাস বলা হয়েছে, আজ শনিবার বিকেল পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এতে করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। খুলনা বিভাগসহ গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

মো. শাহীনুল ইসলাম বলেন, ‘দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাত আছে। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে প্রচুর বৃষ্টি হয়েছে, হচ্ছে। তবে সেটাকে টানা বৃষ্টি বলা যাবে না। সন্ধ্যা বা রাতে শুরু হয়ে দুপুরের মধ্যে শেষ হয়ে যায়।’ 

এদিকে আগামীকাল রোববারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

ঈদের দিন অর্থাৎ সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত