Ajker Patrika

পঞ্চগড়ে রোদের মধ্যেই চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড় প্রতিনিধি 
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১২: ০১
কুয়াশা ভেদ করে আকাশে উঁকি দিচ্ছে সূর্য। ছবি: আজকের পত্রিকা
কুয়াশা ভেদ করে আকাশে উঁকি দিচ্ছে সূর্য। ছবি: আজকের পত্রিকা

টানা কয়েক দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রেকর্ড করা হয়েছে। আজ শনিবার সকালে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে মেঘমুক্ত আকাশে কুয়াশা না থাকায় এবং ঝলমলে রোদের দেখা মেলায় কর্মজীবী মানুষের মধ্যে স্বস্তি আসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গত বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা থাকলেও ভোরেই আকাশে উঁকি দিয়েছে সূর্য। কিছুক্ষণ পর ঝলমলে রোদ দেখা দিলেও সবুজ ঘাসের ডগায় টলমল করতে দেখা যায় শুভ্র শিশির। সেই শিশির মাড়িয়ে কাজে যেতে দেখা যায় কৃষক ও শ্রমিকদের। নরম রোদের উষ্ণতায় মাঠে মাঠে তারা ব্যস্ত হয়ে পড়েন শীতের শাক-সবজি পরিচর্যাসহ নানা কাজে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ছবি: আজকের পত্রিকা
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়রা জানান, জেলায় সন্ধ্যার পর থেকেই উত্তরের হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে। রাত থেকে ভোর পর্যন্ত গায়ে ভারী কাঁথা নিতে হচ্ছে। তবে তিন দিন ধরে কুয়াশার পরিমাণ কম। সকালে রোদ থাকায় কর্মজীবীরা স্বস্তিতে কর্মস্থলে যেতে পারছেন।

স্থানীয় বাসিন্দা মানিক খান বলেন, কয়েক দিন ধরে কুয়াশা কম দেখা যাচ্ছে, এর মধ্যে সকালে রোদ ওঠায় দিনে বেশি শীত টের পাওয়া যায় না। কিন্তু সন্ধ্যা হলেই শীতে থাকা যায় না। গরম কাপড়-চোপড় পড়ে থাকতে হয়।

সর্বনিম্ন তাপমাত্রার দিনে পঞ্চগড়ে ঝলমলে রোদ। ছবি: আজকের পত্রিকা
সর্বনিম্ন তাপমাত্রার দিনে পঞ্চগড়ে ঝলমলে রোদ। ছবি: আজকের পত্রিকা

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ জেলার ওপর দিয়ে পাহাড়ি হিম বাতাস বহমান রয়েছে। এর কারণে কুয়াশা কম থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি একটু বেশি হচ্ছে। আজ শনিবার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত