Ajker Patrika

এই আষাঢ়ে ঢাকায় সর্বোচ্চ ১৩১ মিলিমিটার বৃষ্টি, জলজটে নাকাল নগরবাসী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৯: ০১
এই আষাঢ়ে ঢাকায় সর্বোচ্চ ১৩১ মিলিমিটার বৃষ্টি, জলজটে নাকাল নগরবাসী 

সারা দেশে গতকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি মৌসুমের রেকর্ড ছাড়াল। এই বর্ষা মৌসুমে দিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ঢাকায় ১৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই বর্ষা মৌসুমে দিনে সর্বোচ্চ বৃষ্টি।’ 

এর আগে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সকাল ১০টায় জানিয়েছিলেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

তিনি আরও বলেন, ‘আজ সারা দিন কম-বেশি বৃষ্টি হবে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। আর বৃষ্টিপাতের প্রবণতা কমে এলে স্বাভাবিকভাবে তাপমাত্রা একটু বেড়ে যাবে। সামনের সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তি থাকবে। এতে করে ভ্যাপসা গরম অনুভূত হবে।’

আবহাওয়া অধিদপ্তর বলছে, মূলত ৯টা থেকে ১১টা পর্যন্ত বাকি ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে ১২টা পর্যন্ত দিনের আপডেট দেওয়া হয় বিধায় ৬ ঘণ্টায় ১৩১ মিলিমিটার বৃষ্টির রেকর্ডের কথা বলা হয়েছে। 

১৩১ মিলিমিটার বৃষ্টি, জলজটে নাকাল নগরবাসী। ছবি: আজকের পত্রিকাএটি বর্ষায় রাজধানীতে দিনে সর্বোচ্চ বৃষ্টি। এর আগে ঘূর্ণিঝড় রিমালের মধ্যে ২২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তবে তখন ছিল জ্যৈষ্ঠ মাস।  ঘূর্ণিঝড়-পরবর্তী নিম্নচাপের কারণে এটি হয়েছিল। 

এদিকে সকালে এই বৃষ্টিতে ঢাকায় অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ছুটির দিন হওয়ায় ভোগান্তির চিত্র কিছুটা কম উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি ও মিরপুর এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে করে কাজের প্রয়োজনে যাঁরা বাইরে বের হয়েছেন, তাঁরা পানির কারণে ভোগান্তিতে পড়েছেন।

প্রচণ্ড বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক-এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে অনেক গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি করেছে। এ কারণে রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হবে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। 

এই বৃষ্টিতে বিপাকে পড়েন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা। বৃষ্টির কারণে অনেকে সময়মতো পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে পারেননি।

গতকাল বৃহস্পতিবার দেশের সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে কক্সবাজারে। কক্সবাজারে ৩০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কক্সবাজারে ভারী বৃষ্টির কারণে অন্তত পাঁচটি এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। 

১৩১ মিলিমিটার বৃষ্টি, জলজটে নাকাল নগরবাসী। ছবি: আজকের পত্রিকাকক্সবাজারের পর সন্দ্বীপে ২১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকাও ভারী বৃষ্টি পাহাড়ধসের বিপদ বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া সিলেটে এবং এর উজানের ভারী বৃষ্টি নতুন করে বন্যার আশঙ্কা তৈরি করেছে। ব্রহ্মপুত্রসহ দেশের বেশির ভাগ নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এর বাইরে টাঙ্গাইল, রাজশাহীর বাঘাবাড়ী, কুষ্টিয়ার কুমারখালীতে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। 

সিলেটে আবার ভারী বৃষ্টি শুরু হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি থেকে গতকাল ও আজকের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং ব্রহ্মপুত্র অববাহিকায় পানি সবচেয়ে তাড়াতাড়ি বাড়তে পারে। 

আবহাওয়া পূর্বাভাস বলছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। 

আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত