অনলাইন ডেস্ক
বৈশ্বিক উষ্ণায়নের কারণে ক্রমশ ছোট হচ্ছে পাখির আকৃতি। মানুষের বিচরণ কম থাকা আমাজন বনের পাখির ক্ষেত্রেও এমনটি দেখা গেছে। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের লুইজিনিয়া স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। গত শুক্রবার গবেষণাটি সায়েন্স অ্যাডভান্সেস নামের বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ৪০ বছরের বেশি সময় ধরে আমাজন বনের ১৫ হাজার পাখির ওপর গবেষণাটি করা হয়েছে।
গবেষণায় বলা হয়, জুন থেকে নভেম্বর মাসের গরমে পাখির ডানা বড় হলে তা চালাতে তাদের শরীরে যে শক্তির প্রয়োজন হয়, এই শক্তি প্রয়োগ করলে গরম পরিবেশে পাখির শরীরে স্ট্রেস তৈরি হয়। কিন্তু শরীর ছোট হলে এই সমস্যা হয় না। শারীরিক শক্তি কম খরচ হয়। তখন তাদের শরীর দ্রুত উষ্ণ হয়ে ওঠে না। শরীর তুলনায় ঠান্ডা থাকে।
এ বিষয়টাতেই অভিযোজিত হচ্ছে পাখির দল। ফলে দিনদিন তাদের আকার-আকৃতি ছোট হয়ে যাচ্ছে বলে মত বিজ্ঞানীদের।
গবেষণায় বলা হয়, আশির দশক থেকে প্রতি দশকে ২ শতাংশ করে শরীরের ওজন কমছে পাখিদের। আশির দশকে যেখানে একটি পাখির ওজন ছিল গড়ে ৩০ গ্রাম। সেই পাখির ওজন বর্তমানে ২৭ দশমিক ৬ গ্রাম।
এই গবেষণার সহলেখক লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বিভাগের অধ্যক্ষ ফিলিপ স্টফার বলেন, আমাজনের সব পাখির মধ্যে যখন এমনটা ঘটেছে, তখন বিষয়টি উল্লেখযোগ্য। বিশ্বজুড়ে অন্য প্রজাতিগুলোও এমন চাপের মধ্যে রয়েছে। সেসব প্রজাতির তথ্য-উপাত্ত সংরক্ষণ না করায় তা জানা যাচ্ছে না।
বৈশ্বিক উষ্ণায়নের কারণে ক্রমশ ছোট হচ্ছে পাখির আকৃতি। মানুষের বিচরণ কম থাকা আমাজন বনের পাখির ক্ষেত্রেও এমনটি দেখা গেছে। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের লুইজিনিয়া স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। গত শুক্রবার গবেষণাটি সায়েন্স অ্যাডভান্সেস নামের বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ৪০ বছরের বেশি সময় ধরে আমাজন বনের ১৫ হাজার পাখির ওপর গবেষণাটি করা হয়েছে।
গবেষণায় বলা হয়, জুন থেকে নভেম্বর মাসের গরমে পাখির ডানা বড় হলে তা চালাতে তাদের শরীরে যে শক্তির প্রয়োজন হয়, এই শক্তি প্রয়োগ করলে গরম পরিবেশে পাখির শরীরে স্ট্রেস তৈরি হয়। কিন্তু শরীর ছোট হলে এই সমস্যা হয় না। শারীরিক শক্তি কম খরচ হয়। তখন তাদের শরীর দ্রুত উষ্ণ হয়ে ওঠে না। শরীর তুলনায় ঠান্ডা থাকে।
এ বিষয়টাতেই অভিযোজিত হচ্ছে পাখির দল। ফলে দিনদিন তাদের আকার-আকৃতি ছোট হয়ে যাচ্ছে বলে মত বিজ্ঞানীদের।
গবেষণায় বলা হয়, আশির দশক থেকে প্রতি দশকে ২ শতাংশ করে শরীরের ওজন কমছে পাখিদের। আশির দশকে যেখানে একটি পাখির ওজন ছিল গড়ে ৩০ গ্রাম। সেই পাখির ওজন বর্তমানে ২৭ দশমিক ৬ গ্রাম।
এই গবেষণার সহলেখক লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বিভাগের অধ্যক্ষ ফিলিপ স্টফার বলেন, আমাজনের সব পাখির মধ্যে যখন এমনটা ঘটেছে, তখন বিষয়টি উল্লেখযোগ্য। বিশ্বজুড়ে অন্য প্রজাতিগুলোও এমন চাপের মধ্যে রয়েছে। সেসব প্রজাতির তথ্য-উপাত্ত সংরক্ষণ না করায় তা জানা যাচ্ছে না।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা যদি নিরাপদ বাতাস, পানি ও খাদ্যের গুরুত্বটা বুঝি, তাহলে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান বিবেকে বাধবে না। পরিবেশগত ছাড়পত্র, ডিসির লাইসেন্স ছাড়া ইটভাটার বিরুদ্ধে অভিযানও বিবেকে বাধবে না।’ পরিবেশ, উপদেষ্টা, সৈয়দা রিজওয়ানা হাসান, রংপুর, জেলার খবর
৯ ঘণ্টা আগেউন্নতি হয়নি ঢাকার বাতাসের। আজ বৃহস্পতিবার বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১২৫টি দেশের মধ্যে তৃতীয় স্থানে আছে বাংলাদেশের রাজধানী। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৮টার রেকর্ড অনুযায়ী, ১৫৯ বায়ুমান নিয়ে ঢাকার বাতাস আজকে অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।
১ দিন আগেপানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে এখানকার খালগুলো খননের বিকল্প নেই। একটু বৃষ্টি হলেই ঢাকার ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণে আমাদের ঢাকার খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে
১ দিন আগেযেহেতু প্রভাবশালী ও বিত্তশালীরা বর্তমানে বিভিন্ন স্তরে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সুতরাং নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যদি পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের অযোগ্য ঘোষণা করার আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে পরিবেশ সংরক্ষণ সহজতর হবে...
২ দিন আগে