বৈশ্বিক উষ্ণায়নের কারণে ক্রমশ ছোট হচ্ছে পাখির আকৃতি। মানুষের বিচরণ কম থাকা আমাজন বনের পাখির ক্ষেত্রেও এমনটি দেখা গেছে। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের লুইজিনিয়া স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। গত শুক্রবার গবেষণাটি সায়েন্স অ্যাডভান্সেস নামের বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ৪০ বছরের বেশি সময় ধরে আমাজন বনের ১৫ হাজার পাখির ওপর গবেষণাটি করা হয়েছে।
গবেষণায় বলা হয়, জুন থেকে নভেম্বর মাসের গরমে পাখির ডানা বড় হলে তা চালাতে তাদের শরীরে যে শক্তির প্রয়োজন হয়, এই শক্তি প্রয়োগ করলে গরম পরিবেশে পাখির শরীরে স্ট্রেস তৈরি হয়। কিন্তু শরীর ছোট হলে এই সমস্যা হয় না। শারীরিক শক্তি কম খরচ হয়। তখন তাদের শরীর দ্রুত উষ্ণ হয়ে ওঠে না। শরীর তুলনায় ঠান্ডা থাকে।
এ বিষয়টাতেই অভিযোজিত হচ্ছে পাখির দল। ফলে দিনদিন তাদের আকার-আকৃতি ছোট হয়ে যাচ্ছে বলে মত বিজ্ঞানীদের।
গবেষণায় বলা হয়, আশির দশক থেকে প্রতি দশকে ২ শতাংশ করে শরীরের ওজন কমছে পাখিদের। আশির দশকে যেখানে একটি পাখির ওজন ছিল গড়ে ৩০ গ্রাম। সেই পাখির ওজন বর্তমানে ২৭ দশমিক ৬ গ্রাম।
এই গবেষণার সহলেখক লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বিভাগের অধ্যক্ষ ফিলিপ স্টফার বলেন, আমাজনের সব পাখির মধ্যে যখন এমনটা ঘটেছে, তখন বিষয়টি উল্লেখযোগ্য। বিশ্বজুড়ে অন্য প্রজাতিগুলোও এমন চাপের মধ্যে রয়েছে। সেসব প্রজাতির তথ্য-উপাত্ত সংরক্ষণ না করায় তা জানা যাচ্ছে না।
বৈশ্বিক উষ্ণায়নের কারণে ক্রমশ ছোট হচ্ছে পাখির আকৃতি। মানুষের বিচরণ কম থাকা আমাজন বনের পাখির ক্ষেত্রেও এমনটি দেখা গেছে। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের লুইজিনিয়া স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। গত শুক্রবার গবেষণাটি সায়েন্স অ্যাডভান্সেস নামের বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ৪০ বছরের বেশি সময় ধরে আমাজন বনের ১৫ হাজার পাখির ওপর গবেষণাটি করা হয়েছে।
গবেষণায় বলা হয়, জুন থেকে নভেম্বর মাসের গরমে পাখির ডানা বড় হলে তা চালাতে তাদের শরীরে যে শক্তির প্রয়োজন হয়, এই শক্তি প্রয়োগ করলে গরম পরিবেশে পাখির শরীরে স্ট্রেস তৈরি হয়। কিন্তু শরীর ছোট হলে এই সমস্যা হয় না। শারীরিক শক্তি কম খরচ হয়। তখন তাদের শরীর দ্রুত উষ্ণ হয়ে ওঠে না। শরীর তুলনায় ঠান্ডা থাকে।
এ বিষয়টাতেই অভিযোজিত হচ্ছে পাখির দল। ফলে দিনদিন তাদের আকার-আকৃতি ছোট হয়ে যাচ্ছে বলে মত বিজ্ঞানীদের।
গবেষণায় বলা হয়, আশির দশক থেকে প্রতি দশকে ২ শতাংশ করে শরীরের ওজন কমছে পাখিদের। আশির দশকে যেখানে একটি পাখির ওজন ছিল গড়ে ৩০ গ্রাম। সেই পাখির ওজন বর্তমানে ২৭ দশমিক ৬ গ্রাম।
এই গবেষণার সহলেখক লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বিভাগের অধ্যক্ষ ফিলিপ স্টফার বলেন, আমাজনের সব পাখির মধ্যে যখন এমনটা ঘটেছে, তখন বিষয়টি উল্লেখযোগ্য। বিশ্বজুড়ে অন্য প্রজাতিগুলোও এমন চাপের মধ্যে রয়েছে। সেসব প্রজাতির তথ্য-উপাত্ত সংরক্ষণ না করায় তা জানা যাচ্ছে না।
ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারবে।
১ দিন আগেগতকাল বৃষ্টির পর আজ বুধবার ঢাকার বায়ুমানে বেশ উন্নতি হয়েছে। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৯টার মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ৮৪, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। যেখানে গতকাল মঙ্গলবার ঢাকার বায়ুমান ছিল ১২৯, যা সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের...
১ দিন আগেবর্ষার শুরু থেকে ঢাকার বাতাসে দূষণ সহনীয় পর্যায়ে থাকলেও আজ মঙ্গলবার দূষণের পরিমাণ বেড়ে গিয়েছে। রাজধানী শহরের বায়ুমান আজ ১২৯, যা সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর।
২ দিন আগেঢাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২ দিন আগে