Ajker Patrika

হালদায় মিলল ৩৩ তম মৃত ডলফিন!

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হালদায় মিলল ৩৩ তম মৃত ডলফিন!

দেশের অন্যতম মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে মিলল বিশ্বে বিপন্নপ্রায় জলজ স্তন্যপায়ী প্রাণী ডলফিন। এটি হালদা নদী থেকে উদ্ধারকৃত ৩৩ তম মৃত ডলফিন। আজ বুধবার বিকেলে সাড়ে ৫টার দিকে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের সিপাহীর ঘাট এলাকায় নদীতে মৃত অবস্থায় একটি ডলফিন ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ওই মৃত ডলফিনটি উদ্ধার করে স্থানীয় ডিম সংগ্রহকারী মৎস্যজীবী কামাল সওদাগর। মৃত ডলফিনটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া। 

মৎস্যজীবী কামাল সওদাগর বলেন, ‘মৃত ডলফিনটি দৈর্ঘ্যে প্রায় চার ফুট ৪ ইঞ্চি। ওজন প্রায় ২৫-৩০ কেজি ওজন হতে পারে। ডলফিনের পিঠের পাশে একটি ক্ষত চিহ্ন রয়েছে।’

হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘উদ্ধারকারীদের মৃত ডলফিনটি আমাদের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে নিয়ে আসতে বলা হয়েছে। ডলফিনটি ল্যাবে আনার পর বিস্তারিত জানানো সম্ভব হবে।’ তবে তিনি তাৎক্ষণিকভাবে এ ডলফিনের মৃত্যুর কারণ বলতে পারেননি।

উল্লেখ্য, হালদা নদীতে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত গত সাড়ে চার বছরে ৩৩টি ডলফিন উদ্ধার করা হয়েছে। হালদা নদীতে একের পর এক ডলফিন মৃত্যু নিয়ে স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে মৎস্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতনমহল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত