আফ্রিকার পার্ক সংরক্ষণের জন্য ১০ কোটি মার্কিন ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন রব এবং মেলানি দম্পতি। রব ও মেলানির ওয়াল্টন ফাউন্ডেশনের (আরএমডব্লিউএফ) মাধ্যমে আগামী ১০ বছরে এই অর্থ দেওয়া হবে।
সানি স্কাইজ নিউজের এক সংবাদে বলা হয়েছে, সম্প্রতি অলাভজনক প্রতিষ্ঠান আফ্রিকান পার্কস আরএমডব্লিউএফের সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তির ঘোষণা দিয়েছেন। আফ্রিকান পার্কস বলছে, শুরু থেকেই আরএমডব্লিউএফ আফ্রিকান পার্কসকে সহযোগিতা করে আসছে। আফ্রিকার সংরক্ষিত এলাকা সংরক্ষণের জন্য এটা সবচেয়ে বড় চুক্তি। আগামী পাঁচ বছরে চুক্তির সাড়ে সাত কোটি ডলার দেওয়া হবে। এবং বাকি অর্থ পরবর্তী পাঁচ বছরে দেওয়া হবে। পরবর্তী পাঁচ বছরের অর্থ কঙ্গো ও এঙ্গোলার দুটি পার্কের জন্য ব্যয় করা হবে।
এই অনুদান আগামী ১০ বছরে আফ্রিকার ৩০টি পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করবে। এ ছাড়া ওই সব এলাকার মানুষ দীর্ঘস্থায়ীভাবে উপকৃত হবে।
মেলানি ওয়ালটন বলেন, `ভঙ্গুর বাস্তুসংস্থানকে রক্ষার জন্য অবশ্যই আমাদের দায়বদ্ধতা রয়েছে। টেকসই লক্ষ্য অর্জনের জন্য আফ্রিকান পার্কসের সঙ্গে কাজ করতে পেরে আমরা সম্মানিত।'
উল্লেখ্য, আফ্রিকান পার্কস ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদে আফ্রিকার বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আফ্রিকার সংরক্ষিত এলাকার বন্য প্রাণী সংরক্ষণ, ভূমি পুনরুদ্ধার এবং ওই সব এলাকার মানুষের টেকসই জীবনধারণের জন্য কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৩০টি পার্কের ৩ কোটি হেক্টর বনাঞ্চল সংরক্ষণ করা।
আফ্রিকার পার্ক সংরক্ষণের জন্য ১০ কোটি মার্কিন ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন রব এবং মেলানি দম্পতি। রব ও মেলানির ওয়াল্টন ফাউন্ডেশনের (আরএমডব্লিউএফ) মাধ্যমে আগামী ১০ বছরে এই অর্থ দেওয়া হবে।
সানি স্কাইজ নিউজের এক সংবাদে বলা হয়েছে, সম্প্রতি অলাভজনক প্রতিষ্ঠান আফ্রিকান পার্কস আরএমডব্লিউএফের সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তির ঘোষণা দিয়েছেন। আফ্রিকান পার্কস বলছে, শুরু থেকেই আরএমডব্লিউএফ আফ্রিকান পার্কসকে সহযোগিতা করে আসছে। আফ্রিকার সংরক্ষিত এলাকা সংরক্ষণের জন্য এটা সবচেয়ে বড় চুক্তি। আগামী পাঁচ বছরে চুক্তির সাড়ে সাত কোটি ডলার দেওয়া হবে। এবং বাকি অর্থ পরবর্তী পাঁচ বছরে দেওয়া হবে। পরবর্তী পাঁচ বছরের অর্থ কঙ্গো ও এঙ্গোলার দুটি পার্কের জন্য ব্যয় করা হবে।
এই অনুদান আগামী ১০ বছরে আফ্রিকার ৩০টি পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করবে। এ ছাড়া ওই সব এলাকার মানুষ দীর্ঘস্থায়ীভাবে উপকৃত হবে।
মেলানি ওয়ালটন বলেন, `ভঙ্গুর বাস্তুসংস্থানকে রক্ষার জন্য অবশ্যই আমাদের দায়বদ্ধতা রয়েছে। টেকসই লক্ষ্য অর্জনের জন্য আফ্রিকান পার্কসের সঙ্গে কাজ করতে পেরে আমরা সম্মানিত।'
উল্লেখ্য, আফ্রিকান পার্কস ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদে আফ্রিকার বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আফ্রিকার সংরক্ষিত এলাকার বন্য প্রাণী সংরক্ষণ, ভূমি পুনরুদ্ধার এবং ওই সব এলাকার মানুষের টেকসই জীবনধারণের জন্য কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৩০টি পার্কের ৩ কোটি হেক্টর বনাঞ্চল সংরক্ষণ করা।
আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস ব
১৬ ঘণ্টা আগেসকাল ৯টায় বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) দেখা যায়, ঢাকার বায়ুমান ৯৯, যা সহনীয় বাতাসের নির্দেশক। অন্যদিকে গতকাল ঢাকার বায়ুমান ছিল ১৭৭, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
১৭ ঘণ্টা আগেবাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর ও আরও দক্ষিণ-পূর্বে অবস্থিত আন্দামান সাগরে বর্ষা মৌসুম পৌঁছে গেছে। এর প্রভাবে এরই মধ্যে, আন্দামান সাগরে অবস্থিত ভারতীয় দ্বীপপুঞ্জ আন্দামান-নিকোবরে গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এমন খবরই দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
১ দিন আগেবৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তবে, সামান্য বাড়তে পারে রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা। কিন্তু গোপালগঞ্জ, পটুয়াখালী ও কক্সবাজার জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
১ দিন আগে