Ajker Patrika

জলবায়ু সম্মেলনে বেঘোরে ঘুম, বক্তব্য না শুনেই তালি দিলেন বাইডেন

অনলাইন ডেস্ক
জলবায়ু সম্মেলনে বেঘোরে ঘুম, বক্তব্য না শুনেই তালি দিলেন বাইডেন

জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ ২৬ শুরু হয়েছে স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে। বিভিন্ন দেশের সরকারপ্রধানেরা এরই মধ্যে সম্মেলনস্থলে পৌঁছাতে শুরু করেছেন। অনেকে বক্তব্যও দিয়ে ফেলেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে কঠোরভাবে সতর্ক করেছেন। যদিও এরই মধ্যে লন্ডনে ফেরার তোড়জোড় শুরু করেছেন তিনি। 

এদিকে সম্মেলনে উপস্থিত আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্মেলনস্থলে বিশ্ব নেতাদের সঙ্গে বসে থাকা বাইডেনের একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্বোধনী বক্তব্য চলাকালে জো বাইডেন বারবার ঘুমিয়ে পড়ছেন। নেট দুনিয়ায় সাড়া ফেলেছে মার্কিন প্রেসিডেন্টের এই কাণ্ড! 

ভিডিওতে দেখা যায়, উদ্বোধনী বক্তব্য চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মাস্ক পরিহিত অবস্থায় বসে আছেন। এরপর তিনি বক্তব্য শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছেন। পরে আবার জেগে উঠে বক্তব্য শুনছেন। আবার ঘুমিয়ে পড়ছেন। এক পর্যায়ে এক কর্মী এসে তাঁর কানে কানে কী যেন বলেন। এরপর তিনি জেগে উঠে চোখ কচলাতে থাকেন। ততক্ষণে বক্তব্যও শেষ হয়ে গেছে। অন্যদের দেখাদেখি তিনিও করতালি দিতে শুরু করেন! 

জলবায়ু সম্মেলনে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বক্তব্য রেখেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস তাঁর বক্তব্যে বলেছেন, প্যারিস চুক্তির পরের ছয়টি বছর বিশ্বে উষ্ণতার রেকর্ড হয়েছে। মানবতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের এটি থামাতে হবে নতুবা এটি আমাদের থামিয়ে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত