দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পাশের আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে আজ সোমবার সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এটি ঘূর্ণিঝড় মোখায় রূপ নেবে কি না, তা এই মূহূর্তে নিশ্চিতভাবে বলা না গেলেও আবহাওয়ার সর্বশেষ গতি-প্রকৃতি সেই আভাসই দিচ্ছে।
আজ সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপটির বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বেড়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা প্রবল। এই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে আজ সকালে নিম্নচাপে পরিণত হতে পারে এবং আন্দামান সাগের প্রভাব ফেলতে পারে। ওই নিম্নচাপ আগামী বুধবারের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলে এর জোরালো প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, বুধবার নিম্নচাপ থেকে মোখার জন্ম নিতে পারে। শুরুতে পূর্ব উপকূলের দিকে এগোবে মোখা। পরে ডান হাতি বাঁক নিয়ে বাংলাদেশ-মিয়ানমারের দিকে এগিয়ে যেতে পারে। এটি কোথায় আঘাত হানতে পারে সে বিষয়ে কোনো ধারণা এখনো মিলেনি।
ভারতের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ আন্দামানে ৮০-৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কাল মঙ্গলবারও থাকবে সেই হাওয়ার দাপট। এর মধ্যেই জেলেদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে।
তবে আমেরিকা ও ইউরোপের আবহাওয়া সংস্থা জানাচ্ছে, ১৪ মে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই মোখার মোকাবিলায় তুঙ্গে প্রস্তুতি।
পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ৮ মে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে। ৯ মে আরেকটু ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর এটা উত্তর দিকে এগোতে শুরু করবে। বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে ও উত্তর আন্দামান সাগরে পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
ঘূর্ণিঝড় মোখার প্রভাব আজ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পড়তে পারে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত আন্দামানে সমুদ্র তীরের সব বিনোদনমূলক ব্যবস্থা বন্ধ রাখতে বলা হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। জেলেদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুধু তা-ই নয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বৃষ্টির সঙ্গেই আন্দামানে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই লঘুচাপ থেকে গুরুতর ক্রান্তীয় ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা খুবই ক্ষীণ।
ঘূর্ণিঝড়ের নাম ‘মোখা’ কেন
বিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘের যৌথ প্যানেল ডব্লিউএমও/এসকাপ-এর ‘প্যানেল অন ট্রপিকল সাইক্লোন’ ১৩টি দেশের সুপারিশ মোতাবেক ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে। ১৬৯টি নামের প্রস্তাব দেওয়া হয়। প্রতিটি দেশই নামকরণের সুযোগ পায়।
কোনো ব্যক্তি বা দেশ যাতে আঘাত না পায়, এমনভাবেই নামকরণ করতে হয় ঘূর্ণিঝড়ের। এবারের ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইয়েমেন। লোহিত সাগরের উপকূলবর্তী দেশটির একটি বন্দরনগরীর ইংরেজি নাম ‘Mocha’। নগরী গোটা বিশ্বে কফি রপ্তানির জন্যও বিখ্যাত। আর তাই ইয়েমেন ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে মোখা।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পাশের আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে আজ সোমবার সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এটি ঘূর্ণিঝড় মোখায় রূপ নেবে কি না, তা এই মূহূর্তে নিশ্চিতভাবে বলা না গেলেও আবহাওয়ার সর্বশেষ গতি-প্রকৃতি সেই আভাসই দিচ্ছে।
আজ সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপটির বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বেড়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা প্রবল। এই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে আজ সকালে নিম্নচাপে পরিণত হতে পারে এবং আন্দামান সাগের প্রভাব ফেলতে পারে। ওই নিম্নচাপ আগামী বুধবারের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলে এর জোরালো প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, বুধবার নিম্নচাপ থেকে মোখার জন্ম নিতে পারে। শুরুতে পূর্ব উপকূলের দিকে এগোবে মোখা। পরে ডান হাতি বাঁক নিয়ে বাংলাদেশ-মিয়ানমারের দিকে এগিয়ে যেতে পারে। এটি কোথায় আঘাত হানতে পারে সে বিষয়ে কোনো ধারণা এখনো মিলেনি।
ভারতের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ আন্দামানে ৮০-৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কাল মঙ্গলবারও থাকবে সেই হাওয়ার দাপট। এর মধ্যেই জেলেদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে।
তবে আমেরিকা ও ইউরোপের আবহাওয়া সংস্থা জানাচ্ছে, ১৪ মে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই মোখার মোকাবিলায় তুঙ্গে প্রস্তুতি।
পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ৮ মে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে। ৯ মে আরেকটু ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর এটা উত্তর দিকে এগোতে শুরু করবে। বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে ও উত্তর আন্দামান সাগরে পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
ঘূর্ণিঝড় মোখার প্রভাব আজ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পড়তে পারে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত আন্দামানে সমুদ্র তীরের সব বিনোদনমূলক ব্যবস্থা বন্ধ রাখতে বলা হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। জেলেদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুধু তা-ই নয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বৃষ্টির সঙ্গেই আন্দামানে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই লঘুচাপ থেকে গুরুতর ক্রান্তীয় ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা খুবই ক্ষীণ।
ঘূর্ণিঝড়ের নাম ‘মোখা’ কেন
বিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘের যৌথ প্যানেল ডব্লিউএমও/এসকাপ-এর ‘প্যানেল অন ট্রপিকল সাইক্লোন’ ১৩টি দেশের সুপারিশ মোতাবেক ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে। ১৬৯টি নামের প্রস্তাব দেওয়া হয়। প্রতিটি দেশই নামকরণের সুযোগ পায়।
কোনো ব্যক্তি বা দেশ যাতে আঘাত না পায়, এমনভাবেই নামকরণ করতে হয় ঘূর্ণিঝড়ের। এবারের ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইয়েমেন। লোহিত সাগরের উপকূলবর্তী দেশটির একটি বন্দরনগরীর ইংরেজি নাম ‘Mocha’। নগরী গোটা বিশ্বে কফি রপ্তানির জন্যও বিখ্যাত। আর তাই ইয়েমেন ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে মোখা।
আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস ব
১৯ ঘণ্টা আগেসকাল ৯টায় বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) দেখা যায়, ঢাকার বায়ুমান ৯৯, যা সহনীয় বাতাসের নির্দেশক। অন্যদিকে গতকাল ঢাকার বায়ুমান ছিল ১৭৭, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
১৯ ঘণ্টা আগেবাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর ও আরও দক্ষিণ-পূর্বে অবস্থিত আন্দামান সাগরে বর্ষা মৌসুম পৌঁছে গেছে। এর প্রভাবে এরই মধ্যে, আন্দামান সাগরে অবস্থিত ভারতীয় দ্বীপপুঞ্জ আন্দামান-নিকোবরে গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এমন খবরই দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
১ দিন আগেবৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তবে, সামান্য বাড়তে পারে রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা। কিন্তু গোপালগঞ্জ, পটুয়াখালী ও কক্সবাজার জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
২ দিন আগে