Ajker Patrika

নগর সবুজায়ন নীতিমালা প্রণয়নের দাবি বাপার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নগর সবুজায়ন নীতিমালা প্রণয়নের দাবি বাপার

নগর সবুজায়ন নীতিমালা ও কৌশলপত্র প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। আজ শনিবার রাজধানীর প্রেসক্লাবে ‘বৃক্ষ নিধন ও তার পরিবেশগত প্রভাব: আমাদের করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করে বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেন, পরিকল্পিত বৃক্ষ রোপণের মাধ্যমে নগর সবুজায়ন, যথাস্থানে যথোপযুক্ত বৃক্ষ রোপণ, হিট আইল্যান্ড এফেক্ট প্রতিরোধ এবং বৃক্ষ কর্তন রোধকল্পে নগর সবুজায়ন নীতিমালা ও কৌশলপত্র প্রণয়ন করতে হবে যা নগর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ন্ত্রণে কাজ করবে। পাশাপাশি সকল সড়ক ও মহাসড়ক-এ বৃক্ষশুমারি পরিচালনা এবং বৃক্ষ সংক্রান্ত ডেটাবেইস প্রণয়নের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্প বা কর্মকাণ্ডের অজুহাতে গাছ কাটা নিয়ন্ত্রণ করতে হবে। এ ছাড়া নগরে ফুটপাথের পুনর্বিন্যাস করে বৃক্ষ সংরক্ষণ ও রোপণ করতে হবে। 

নগরে সবুজায়ন কমেছে জানিয়ে তিনি বলেন, ১৯৯৫ থেকে ২০২৩ পর্যন্ত, ঢাকা কেন্দ্রীয় নগর অঞ্চলের সবুজ ও ফাঁকা জায়গা ৫২.৪৮ বর্গ কিলোমিটার থেকে হ্রাস পেয়ে ২৯.৮৫ বর্গ কিলোমিটারে নেমে এসেছে। 

বৃক্ষ নিধনের পরিবেশগত প্রভাব, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের প্রভাবের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে বজ্রপাতের মতো দুর্যোগ। 

সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাতে মৃত্যু হয় বাংলাদেশে। এ ছাড়া আমেরিকান গবেষকদের মতে পৃথিবীতে বজ্রপাতে যে পরিমাণ মানুষ প্রাণ হারান তার এক-চতুর্থাংশ প্রাণহানি ঘটে বাংলাদেশে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিহির লাল সাহা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এম শহীদুল ইসলামসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত