Ajker Patrika

টানা দশম দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, আজ ১২ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড় প্রতিনিধি 
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১১: ২০
ভোরে সূর্যের আলো দেখা না যাওয়া পর্যন্ত পঞ্চগড়ের মাঠ-ঘাট ঢাকা থাকছে ঘন কুয়াশায়। ছবি: আজকের পত্রিকা
ভোরে সূর্যের আলো দেখা না যাওয়া পর্যন্ত পঞ্চগড়ের মাঠ-ঘাট ঢাকা থাকছে ঘন কুয়াশায়। ছবি: আজকের পত্রিকা

টানা দশম দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। পঞ্চগড়ের পাশাপাশি আর নওগাঁর বদলগাছিতেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা দুটিতে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়।

এদিকে পঞ্চগড়ে গত কয়েক দিন থেকেই সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। তবে সকাল হলেই কেটে যাচ্ছে শীত। দ্রুতই কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিলছে। এর আগে গতকাল বুধবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে, বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই ঠান্ডা পড়ছে। সন্ধ্যার পর গরম কাপড় পরে চলাফেরা করছে মানুষ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে।

ভোরের কুয়াশার মধ্যে রাস্তা ধরে হাঁটছেন এক নারী। ছবি: আজকের পত্রিকা
ভোরের কুয়াশার মধ্যে রাস্তা ধরে হাঁটছেন এক নারী। ছবি: আজকের পত্রিকা

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এখানে এবং নওগাঁর বদলগাছিতে আজ এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, শীতপ্রবণ জেলা হিসেবে প্রতি বছর পঞ্চগড়ে সরকারি-বেসরকারিভাবে পর্যাপ্ত কম্বল বিতরণ করা হয়। এবারও সরকারের কাছে আমরা এক লাখ শীতবস্ত্র পাঠানোর জন্য চাহিদা দিয়েছি, ইতিমধ্যে কিছু শীতবস্ত্র হাতে পেয়েছি। সেগুলো বিতরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত