Ajker Patrika

আষাঢ়ের বর্ষণ থাকবে আরও কয়েক দিন

নিজস্ব প্রতিবেদক
আষাঢ়ের বর্ষণ থাকবে আরও কয়েক দিন

ঢাকা: ঢাকায় আষাঢ়ের বর্ষণ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ভারতের উপকূলে গিয়ে দুর্বল হয়ে গেছে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সাগর উত্তাল আছে।

আজ বুধবার আবহাওয়াবিদ আবদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ বুধবার আষাঢ়ের দ্বিতীয় দিনেও ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হয়েছে। ঢাকাসহ সারা দেশের এই বৃষ্টি আগামী এক সপ্তাহ থাকবে। বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সমুদ্র এখনো স্বাভাবিক নয়। সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। নদীবন্দরগুলোতেও বলবৎ রাখা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবারও সারা দেশে বৃষ্টি হবে। ঢাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। সাগর অস্থির থাকায় মাছ ধরার ট্রলার ও নৌকাসমূহকে উপকূলে নিরাপদে থাকতে বলা হয়েছে।

বৃষ্টি থাকায় সারা দেশে তাপমাত্রা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিলো রংপুর ও সৈয়দপুরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম তাপমাত্রা ছিলো ফেনীতে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া সহকারী ফরমান আলী জানান, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সন্দ্বীপে ৯৩ মিলিমিটার। বিভাগ হিসেবে বেশি বৃষ্টি হয়েছে রাজশাহীতে ২৫ মিলিমিটার। বুধবার বৃষ্টি হয়নি ময়মনসিংহ বিভাগে। কম হয়েছে রংপুরে ১ মিলিমিটার, খুলনায় ২ মিলিমিটার।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 'মাঝারি ধরনের ভারী' থেকে ভারী বৃষ্টি হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত