Ajker Patrika

চবির গবেষণা ইনস্টিটিউটে এসে আটকা পড়ল ১২ ফুট দৈর্ঘ্যের অজগর

চবি প্রতিনিধি
চবির গবেষণা ইনস্টিটিউটে এসে আটকা পড়ল ১২ ফুট দৈর্ঘ্যের অজগর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে এসে আটকা পড়েছে ১২ ফুট দৈর্ঘ্যের ১৮ কেজি ওজনের বিশালাকৃতির একটি অজগর সাপ। পরে সাপটিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অদূরে একটি পাহাড়ে ছেড়ে দেওয়া হয়। 

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের একটি তালাবদ্ধ কক্ষ থেকে সাপটিকে উদ্ধার করা হয়। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় সাপটিকে উদ্ধার করেন ভেনম রিসার্চ সেন্টারের তিনজন গবেষক। 

জানা যায়, সাপটির নাম রক পাইথন (Rock python Snake)। এই প্রজাতির সাপ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায়ই দেখা যায়। চলতি বছর ৪ এপ্রিল কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে ১৫ ফুট দৈর্ঘ্যের ১০ কেজি ওজনের একই প্রজাতির একটি সাপটি উদ্ধার করা হয়। এ সময় সাপের কামড়ে দুজন আহতও হন। গত বছর ১৭ মে পাহাড় থেকে নেমে আসা ১৪ ফুট দৈর্ঘ্যের ১৫ কেজি ওজনের এমনই এক অজগরের সন্ধান মিলে। পরবর্তীতে তাকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এর আগে ২০১৯ সালের একই দিন বিশ্ববিদ্যালয়ের স্লুইসগেট এলাকা থেকে স্থানীয়রা একই প্রজাতির ও আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেন। পরে তাকে জীববিজ্ঞান অনুষদের পাশের পাহাড়ে অবমুক্ত করা হয়। 

উদ্ধারকারী দলের অন্যতম সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখার মাস্টার্সের শিক্ষার্থী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের একটি কক্ষে সাপটি আটকা পড়ে। খবর পেয়ে আমরা শহর থেকে ছুটে এসে আধা ঘণ্টার প্রচেষ্টায় সাপটিকে উদ্ধার করি। পরে জীববিজ্ঞান অনুষদের পাশের একটি পাহাড়ে অবমুক্ত করা হয়।’ 

সাপটির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর মোহাম্মদ আব্দুল ওয়াহেদ চৌধুরী বলেন, ‘এই সাপটি রক পাইথন। আমরা সাপটিকে জঙ্গলে ছেড়ে দিয়েছি। এটি একটি বয়স্ক সাপ। তার পেটে ভারী কিছু ছিল। সম্ভবত খাবারের খোঁজে পাহাড় থেকে নেমে এসেছে।’ 

সহকারী প্রক্টর আরও বলেন, ‘এই প্রজাতির সাপ আমাদের ক্যাম্পাসে মোটামুটিভাবে রয়েছে। আমার ১০ বছর শিক্ষকতা জীবনে ক্যাম্পাস থেকে ৫০ টিরও বেশি সাপ উদ্ধার হতে দেখেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত