Ajker Patrika

ইয়াসে আশঙ্কামুক্ত বাংলাদেশ, বলছে আবহাওয়াবিদরা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ থেকে বাংলাদেশ আশঙ্কামুক্ত। এখন পর্যন্ত ঝড়ের গতিপথ বলছে ভারতের ওপর দিয়ে বয়ে যাবে এটি। গতি আম্পানের চেয়েও দুর্বল থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়াবিদরা।

আজ সোমবার সকালে পূর্ব–মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঝড়। আগামী বুধবার এটি ভারতের ওডিশা ও তার আশপাশের উপকূলে আঘাত হানার আশঙ্কা আছে।

আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক জরুরি সভায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ এই তথ্য দেন। তিনি বলেন, ‘গতিপথ দেখে আমরা মোটা–মুটি ৯০ পার্সেন্ট নিশ্চিত ঝড়টি ভারতে আঘাত হানতে যাচ্ছে। আম্পানের মতো শক্তিশালীও হবে না। বলা যায়, ঘূর্ণিঝড় ইয়াস থেকে বাংলাদেশ অনেকটা আশঙ্কামুক্ত। ‘

আবহাওয়াবিদ আরিফ হোসেন আজকের পত্রিকাকে জানান, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর থেকে এটির গতিপথ আগের মত ভারতের দিকে আছে। গতি পরিবর্তন করে বাংলাদেশে প্রথমে আঘাত হানার আশঙ্কা নেই বললেই চলে। ভারতে এটি বুধবার আঘাত হানলে একদিন বা দুই দিন পর দুর্বল হয়ে বাংলাদেশের খুলনা অঞ্চলে এটি আছড়ে পড়তে পারে-ধারণা করছেন এই আবহাওয়াবিদ।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারা দেশে বিরাজমান প্রচণ্ড গরমে অতিষ্ঠ জীবনে কিছুটা স্বস্তি নামবে। বৃষ্টি হবে দেশের প্রতিটি বিভাগে। দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে অনেক জায়গায়।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে জানান, ঢাকাসহ সারাদেশে যে গরম অনুভূত হচ্ছে তা এই ঝড়ের প্রভাবের কারণে হতে পারে। মঙ্গলবার থেকে সারা দেশে হালকা অথবা কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।

আমাদের খুলনা জেলার উপকূলীয় অঞ্চল দাকোপ উপজেলা ও কয়রা উপজেলার প্রতিনিধিরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলীয় জেলা খুলনা। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র। প্রশাসন থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বঙ্গোপসাগরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর ও উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে ও সাবধানে থাকতে বলা হয়েছে। তাদেরকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত