Ajker Patrika

কপ২৬ সম্মেলন ব্যর্থ হয়েছে: গ্রেটা থুনবার্গ

অনলাইন ডেস্ক
Thumbnail image

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলমান জাতিসংঘের কপ২৬ জলবায়ু সম্মেলন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। গতকাল শুক্রবার ওই শহরে হাজারো স্কুল শিক্ষার্থী ও রুণদের বিক্ষোভ মিছিলে যোগ দেন গ্রেটা। মিছিল শেষে জর্জ স্কয়ারে সমবেতদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন। 

গ্লাসগোতে শুক্রবার মিছিল ও সমাবেশের আয়োজন করে ফ্রাইডে ফর ফিউচার স্কটল্যান্ড নামে তরুণদের একটি দল, যারা মূলত থানবার্গের অনুসারী। চলমান জলবায়ু সম্মেলনের মধ্যে পরিবেশবাদীদের আয়োজিত অন্যতম বড় বিক্ষোভ সমাবেশ ছিল এটি। 

সমাবেশে অংশ নিয়ে গ্রেটা বলেন, এটা গোপন কিছু নয় যে, কপ২৬ ব্যর্থ হয়েছে। এটা তো সত্য, যেভাবে আমরা এই সংকটের মধ্যে পড়েছি, সেভাবে এর সমাধান সম্ভব নয়। অবিলম্বে বার্ষিক কার্বন নির্গমন এমন মাত্রায় কমানো প্রয়োজন, যা আগে কখনো হয়নি।

সুইডেনের এই পরিবেশ কর্মী বলেন, যারা ক্ষমতায় রয়েছেন, তারা ফ্যান্টাসির বুদবুদে নিজেদের রাখতে পারেন। তারা হয়তো মনে করতে পারেন, প্রযুক্তির মাধ্যমে সব সংকট দূর হয়ে যাবে। তারা যখন ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন, তখন পৃথিবী সত্যিকার অর্থে পুড়ছে । 

গ্রেটা বলেন, জাতিসংঘের আয়োজিত দুই সপ্তাহের এই সম্মেলন ছিল দুই সপ্তাহব্যাপী ব্যবসাকে উদযাপনের আয়োজন। এখানেও ব্যবসাকে প্রাধান্য দেওয়া হয়েছে।  নিজেদেরকে লাভবান করার জন্য পালানোর পথ তৈরি করা হয়েছে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত