ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
সাতটি ঝরনা। রাঙামাটি জেলার বিলাইছড়ি ও দীঘলছড়ি পাহাড়ের পাদদেশে এই ঝরনাগুলোর দেখা মিলবে। বৌদ্ধধর্মে সাতটি স্বর্গের কথা বলা হয়েছে। স্বর্গগুলো হলো বশবর্তী স্বর্গ, মহারাজিক স্বর্গ, তাবতিংস স্বর্গ, তুষিত স্বর্গ, যাম স্বর্গ, নির্মাণরতি স্বর্গ, অরুপব্রক্ষ্মা বা মনুষ্যলোক বা মনুষ্য পরিষদ স্বর্গ। এই সাতটি স্বর্গের নামানুসারে বিলাইছড়ি উপজেলার মনোরম স্বর্গপুরের সাতটি ঝরনার নামকরণ করা হয়েছে।
এই ঝরনাগুলোর জলরাশি একীভূত হয়ে মিশে গেছে কাপ্তাই লেকের নীল জলে। ঝরনা থেকে বহমান জলধারার সুরলহরিতে হৃদয়ের প্রতিটি তন্ত্রীতে জাগে নব জাগরণ। যেন স্বর্গের কোনো দেবদূত তাঁর অপূর্ব সুরধ্বনি শুনিয়ে যাচ্ছেন মেঘমল্লার সুরে।
দুই পাহাড়ের মাঝ দিয়ে যে স্বচ্ছ জলস্রোত, প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পাথরে আবৃত পথে তাতে রয়েছে বিশের অধিক প্রাকৃতিক সুইমিং পুল। সুইমিং পুলগুলোয় রয়েছে অজস্র দৃষ্টিনন্দন নাড়েই মাছসহ (স্থানীয় নাম) নানা প্রজাতির ছোট মাছ। নাড়েই মাছগুলো পুকুরে চাষ করা মাছের মতোই। মানুষ দেখলে খাদ্যের আশায় সামনে এসে জড়ো হয়। তবে এ মাছ পাড়ার মানুষ ধরলেই জরিমানা অনিবার্য।
আগে এ ঝরনাগুলোর কোনো সুনির্দিষ্ট নাম ছিল না। সুবিস্তৃত এলাকাটিকে স্থানীয়রা বলে দীঘলছড়ি ঢেবার মাথা। ঢেবা বলতে স্থানীয়রা বোঝে লেকের সে সরু অংশ, যা পাহাড়ের ভেতর দিকে চলে যায়। ঢেবার মাথা বলতে বোঝায় এ রকম ঢেবার শেষ প্রান্ত। কাপ্তাই লেকে এ রকম অগণিত ঢেবার মাথা রয়েছে। এটি বিলাইছড়ির দীঘলছড়ি ঢেবার শেষ প্রান্তে। তাই বিস্তৃত এলাকাটি দীঘলছড়ি ঢেবার মাথা বলে পরিচিত।
বিলাইছড়ি উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ গত বছরের ২১ এপ্রিল প্রকল্প পরিদর্শন কাজে দীঘলছড়ি ঢেবার মাথায় গিয়ে এই ঝরনাগুলোর কথা জানতে পারেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানকে সে কথা জানান। এ তথ্য পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ২০২০ সালের ২৩ এপ্রিল অনেককে নিয়ে সেখানে যান। ঝরনাগুলোর তখন নাম ছিল না। পাশেই এক বৌদ্ধ সন্ন্যাসী ধ্যান করতেন। সেখানে তৈরি হচ্ছে একটি বৌদ্ধবিহার। তাই বৌদ্ধধর্মাবলম্বী সবার কাছেই এটি শ্রদ্ধার জায়গা। ব্যাপারটি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার প্রস্তাব করেন—এ বৌদ্ধবিহারের নামানুসারে স্বর্গের মতো সুন্দর এ জায়গাটির নাম হতে পারে স্বর্গপুর এবং বৌদ্ধধর্মের সাতটি স্বর্গের নামানুসারে ঝরনাগুলোর নামকরণ হতে পারে। সেই থেকে এই জায়গাটির নাম হয় স্বর্গপুর। মো. মিজানুর রহমান মনে করেন, রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় অনেকগুলো ছোটবড় ঝরনা রয়েছে, যা দেশের অন্য কোনো উপজেলায় নেই। রয়েছে পাহাড়, লেক আর সবুজের অনন্য সমন্বয়। জায়গাগুলোর উন্নয়ন সাধন করে এখানে কমিউনিটি বেইজড ট্যুরিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছেন তাঁরা।
রাঙামাটি সদর কিংবা কাপ্তাই জেটিঘাট থেকে ইঞ্জিনচালিত বোটে ঘণ্টা দেড়েক চললে বিলাইছড়ি উপজেলায় পৌঁছানো যায়। এরপর বিলাইছড়ি সদর থেকে ধুপ্যাচর, দীঘলছড়ি পার হয়ে ২০ মিনিট ইঞ্জিনচালিত বোটে পাড়ি দিয়ে ঢেবার মাথা যাওয়ার পর আরও ৩০ মিনিট পায়ে হেঁটে ঝরনায় পৌঁছানো যায়।
সাতটি ঝরনা। রাঙামাটি জেলার বিলাইছড়ি ও দীঘলছড়ি পাহাড়ের পাদদেশে এই ঝরনাগুলোর দেখা মিলবে। বৌদ্ধধর্মে সাতটি স্বর্গের কথা বলা হয়েছে। স্বর্গগুলো হলো বশবর্তী স্বর্গ, মহারাজিক স্বর্গ, তাবতিংস স্বর্গ, তুষিত স্বর্গ, যাম স্বর্গ, নির্মাণরতি স্বর্গ, অরুপব্রক্ষ্মা বা মনুষ্যলোক বা মনুষ্য পরিষদ স্বর্গ। এই সাতটি স্বর্গের নামানুসারে বিলাইছড়ি উপজেলার মনোরম স্বর্গপুরের সাতটি ঝরনার নামকরণ করা হয়েছে।
এই ঝরনাগুলোর জলরাশি একীভূত হয়ে মিশে গেছে কাপ্তাই লেকের নীল জলে। ঝরনা থেকে বহমান জলধারার সুরলহরিতে হৃদয়ের প্রতিটি তন্ত্রীতে জাগে নব জাগরণ। যেন স্বর্গের কোনো দেবদূত তাঁর অপূর্ব সুরধ্বনি শুনিয়ে যাচ্ছেন মেঘমল্লার সুরে।
দুই পাহাড়ের মাঝ দিয়ে যে স্বচ্ছ জলস্রোত, প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পাথরে আবৃত পথে তাতে রয়েছে বিশের অধিক প্রাকৃতিক সুইমিং পুল। সুইমিং পুলগুলোয় রয়েছে অজস্র দৃষ্টিনন্দন নাড়েই মাছসহ (স্থানীয় নাম) নানা প্রজাতির ছোট মাছ। নাড়েই মাছগুলো পুকুরে চাষ করা মাছের মতোই। মানুষ দেখলে খাদ্যের আশায় সামনে এসে জড়ো হয়। তবে এ মাছ পাড়ার মানুষ ধরলেই জরিমানা অনিবার্য।
আগে এ ঝরনাগুলোর কোনো সুনির্দিষ্ট নাম ছিল না। সুবিস্তৃত এলাকাটিকে স্থানীয়রা বলে দীঘলছড়ি ঢেবার মাথা। ঢেবা বলতে স্থানীয়রা বোঝে লেকের সে সরু অংশ, যা পাহাড়ের ভেতর দিকে চলে যায়। ঢেবার মাথা বলতে বোঝায় এ রকম ঢেবার শেষ প্রান্ত। কাপ্তাই লেকে এ রকম অগণিত ঢেবার মাথা রয়েছে। এটি বিলাইছড়ির দীঘলছড়ি ঢেবার শেষ প্রান্তে। তাই বিস্তৃত এলাকাটি দীঘলছড়ি ঢেবার মাথা বলে পরিচিত।
বিলাইছড়ি উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ গত বছরের ২১ এপ্রিল প্রকল্প পরিদর্শন কাজে দীঘলছড়ি ঢেবার মাথায় গিয়ে এই ঝরনাগুলোর কথা জানতে পারেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানকে সে কথা জানান। এ তথ্য পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ২০২০ সালের ২৩ এপ্রিল অনেককে নিয়ে সেখানে যান। ঝরনাগুলোর তখন নাম ছিল না। পাশেই এক বৌদ্ধ সন্ন্যাসী ধ্যান করতেন। সেখানে তৈরি হচ্ছে একটি বৌদ্ধবিহার। তাই বৌদ্ধধর্মাবলম্বী সবার কাছেই এটি শ্রদ্ধার জায়গা। ব্যাপারটি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার প্রস্তাব করেন—এ বৌদ্ধবিহারের নামানুসারে স্বর্গের মতো সুন্দর এ জায়গাটির নাম হতে পারে স্বর্গপুর এবং বৌদ্ধধর্মের সাতটি স্বর্গের নামানুসারে ঝরনাগুলোর নামকরণ হতে পারে। সেই থেকে এই জায়গাটির নাম হয় স্বর্গপুর। মো. মিজানুর রহমান মনে করেন, রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় অনেকগুলো ছোটবড় ঝরনা রয়েছে, যা দেশের অন্য কোনো উপজেলায় নেই। রয়েছে পাহাড়, লেক আর সবুজের অনন্য সমন্বয়। জায়গাগুলোর উন্নয়ন সাধন করে এখানে কমিউনিটি বেইজড ট্যুরিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছেন তাঁরা।
রাঙামাটি সদর কিংবা কাপ্তাই জেটিঘাট থেকে ইঞ্জিনচালিত বোটে ঘণ্টা দেড়েক চললে বিলাইছড়ি উপজেলায় পৌঁছানো যায়। এরপর বিলাইছড়ি সদর থেকে ধুপ্যাচর, দীঘলছড়ি পার হয়ে ২০ মিনিট ইঞ্জিনচালিত বোটে পাড়ি দিয়ে ঢেবার মাথা যাওয়ার পর আরও ৩০ মিনিট পায়ে হেঁটে ঝরনায় পৌঁছানো যায়।
শিক্ষা, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এ বছরও আয়োজন হতে যাচ্ছে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ-২০২৫’। এই প্রকল্পের আওতায় সৃজনশীল বিভিন্ন প্রকল্পকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১১ ঘণ্টা আগেভোলার মনপুরার লোকালয় থেকে খাদ্যের সন্ধানে আসা একটি মায়াবী হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে বন বিভাগ। গতকাল শনিবার বিকেলে উদ্ধার হওয়া হরিণটি উপজেলার পচাকোড়ালিয়া বিটের অধীনে চর পাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
১৪ ঘণ্টা আগেআজ রোববার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগেরও দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টিপাত কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
১ দিন আগেস্বস্তি মিলছে না ঢাকার বাতাসে। আজও রাজধানী শহরের বাতাসের অবস্থা অস্বাস্থ্যকর। আজ রোববার, বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স–একিউআইয়ের সকাল ৯টা ৫০ মিনিটের রেকর্ড অনুযায়ী, বায়ুমান ১৮৬ নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
১ দিন আগে