Ajker Patrika

বেনাপোল সীমান্ত থেকে রাসেল ভাইপার উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৫: ৪১
বেনাপোল সীমান্ত থেকে রাসেল ভাইপার উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিলুপ্ত প্রজাতির রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ সোমবার বিকেলে বেনাপোল বন্দর থানাধীন বারোপোতা গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নুর ইসলাম সর্দারের বাড়ি থেকে এ রাসেল ভাইপার সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা মৃত নুর ইসলাম সর্দারের ছেলে ইনামুল সর্দার গত শুক্রবার গাতিপাড়া সীমান্তের ১৩ ঘর নামক স্থানের পাশে গাছ কাটার কাজে যায়। এ সময় সেখানে গাছ কাটার কাজ করার সময় দেখতে পায় রাসেল ভাইপার সাপটিকে। পরে সে সাপটি অজগর সাপ মনে করে পোষার জন্য ধরে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে লোক জানাজানি হলে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা সোমবার বিকেলে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। 

সাপটি উদ্ধারকারী নুর-ইসলাম সরদার জানান, গত তিন দিন ধরে সাপটিকে সে অনেক যত্নে ইঁদুর ও ব্যঙ খাওয়ায়ে বাঁচিয়ে রেখেছে। অনেকে তাদেরকে টাকার লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল। কিন্তু তিনি তাঁদেরকে দেয়নি। এই সাপটি তারা বন বিভাগের কাছে তুলে দেবে বলে তাদেরকে জানিয়েছিল। কিন্তু এর আগেই বিজিবি সদস্যরা তাদের কাছ থেকে সাপটি নিয়ে যায়। 

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লাভলু বিষয়টি নিশ্চিত করে জানান, তারা গোপন খবর পেয়ে সাপটি উদ্ধার করে। এটি রাসেল ভাইপার প্রজাতের সাপ এবং বিষধর বলেও জানায় বিজিবি। খুব দ্রুত এই সাপটিকে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত